News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে : আব্দুল আউয়াল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৬, ২০২৫, ০৯:৩২ পিএম ভারত আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে : আব্দুল আউয়াল

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, আল্লাহর রাসূল দেশপ্রেম বলতে গিয়ে বর্ণনা দিয়েছেন মুসলিম রাষ্ট্রের উপড়ে এই ধরনের পাহাড়াদারির ব্যবস্থা রাখা রাষ্ট্রপতির উপড় জরুরি। এখন আমরা যে অবস্থায় আছি আমাদের মানচিত্র আমাদের অবস্থা কি। আমরা বাংলাদেশি মানুষ ৯২ পার্সেন্ট মুসলমান। 

শুক্রবার ১৬মে জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আব্দুল আউয়াল বলেন, আমাদের পাশে যারা বাস করে তারা সরাসরি মুশরেক। এখন তাদের সাথে আমাদের অবস্থা আমরা যদিও রাষ্ট্রীয়ভাবে মুসলিম স্ট্রেট ঘোষণা পাইনি। যেটা পাকিস্তান করেছে। পাকিস্তান সরাসরি মুসলিম রাষ্ট্র। সেখানে অমুসলিমদের কোনো অবস্থান নেই। বিভিন্ন দেশ মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতপ্রাপ্ত। আমরা সরাসরি মুসলিম রাষ্ট্রও নয় এবং মুসলিম রাষ্ট্রের বাহিরেও নয়। 

তিনি আরও বলেন, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম। আমাদের অনেক ক্রুটি বিচ্যুতি আছে এতে কোনো সন্দেহ নেই। যতটুকু মুসলিম হওয়ার দরকার আমরা ততটুকু মুসলিম হতে পারিনি। তারপরেও আমরা কালেমার মুসলিম। আমাদের দ্বীনের মধ্যে কালেমার চেতনা আছে। আমরা আমাদের দেশটাকে অনেক ভালোবাসি। দেশটা আমার আপনার সকলের। এখানে আমরা আল্লাহকে ডাকবো সেজদাহ দিবো মসজিদ বানাবো মাদরাসা বানাবো। সবকিছু করার মতো পরিবেশ আমাদের দেশে আছে। 

আব্দুল আউয়াল বলেন, আমাদের পাশে যারা আছে ভারত গঙ্গা তিস্তাকে বন্ধ করে দিয়ে আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। আমাদের দেশটাকে বিভাজন করেছে আমাদের ক্ষতির মধ্যে রেখেছে। 

Islam's Group