News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজেই কম্বাইন হার্ভেস্টার দিয়ে বোরো ধান কাটলেন ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৯:৫৩ পিএম নিজেই কম্বাইন হার্ভেস্টার দিয়ে বোরো ধান কাটলেন ডিসি

নিজেই কম্বাইন হার্ভেস্টার চালিয়ে বোরো ধান কেটে কর্মসূচির উদ্ধোধন করলেন মানবিক ডিসি হিসেবে খ্যাত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় তিনি ধান কাটার পাশাপাশি কম্বাইন হার্ভেস্টার যন্ত্র দিয়ে ধান  মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি কার্যক্রম পরিদর্শন করেন। পরে কৃষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারের জলাকান্দীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ শাহ আলম, উপজেলা কৃষি অফিসার মো. রাসেল মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের কৃষি জমি রক্ষা করতে হবে। বর্তমানে প্রযুক্তির দাপট সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। নারায়ণগঞ্জে কৃষি সেক্টরে আমরা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে পেরেছি। আমরা কেউ পিছিয়ে থাকতে চাই না। সমন্বিত চাষাবাদের পদ্ধতি শিখানো হচ্ছে। নতুন পদ্ধতি আসবে, সেগুলোও শিখতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে আমরা পিছিয়ে যাব। কৃষকরা অনেক সময় বেশী ফসল উৎপাদন করেও লোকসানের সম্মুখীন হচ্ছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে কৃষি বিভাগকে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেন তিনি।

Islam's Group