News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইয়ার্ন মার্চেন্ট নির্বাচনে চুড়ান্ত তালিকা প্রকাশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৮:৪৭ পিএম ইয়ার্ন মার্চেন্ট নির্বাচনে চুড়ান্ত তালিকা প্রকাশ

বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনে’র কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৭ এর তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জেনারেল গ্রুপ থেকে একজন প্রার্থী নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

জেনারেল গ্রুপ থেকে তাজুল ইসলাম তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে ভোটার তালিকার ক্রমানুযায়ী বৈধ প্রার্থীদের চুড়ান্ত তালিকা নিম্নে প্রকাশ করা হলেন সাধারণ গ্রুপের মোস্তফা এমরানুল হক মুন্না স্বত্ত্বাধিকারী- মেসার্স হক এন্টারপ্রাইজ, সঞ্জিত রায়  স্বত্ত্বাধিকারী মেসার্স জেনারেল ট্রেডার্স, মো. মজিবুর রহমান স্বত্ত্বাধিকারী মেসার্স এস আর ট্রেডিং, মো. সিরাজুল হক হাওলাদার সিরাজ স্বত্ত্বাধিকারী  মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ, মো. আকবর হোসেন স্বত্ত্বাধিকারী মেসার্স লতিফ এন্ড সন্স, মোহাম্মদ আকরাম স্বত্ত্বাধিকারী মেসার্স ইটারনাল গ্রীন, গৌতম সাহা স্বত্ত্বাধিকারী কোয়ালিটি কটন সেন্টার, মো. তাইজু উদ্দিন আহমেদ স্বত্ত্বাধিকারী মেসার্স এস টি ইয়ার্ন ট্রেডিং, মো. জোবায়ের আলম ঝলক স্বত্ত্বাধিকারী মেসার্স জে এ এন্টারপ্রাইজ, এম সোলায়মান স্বত্ত্বাধিকারী- মেসার্স নাদিয়া এন্টারপ্রাইজ, মো. সাইদুর রহমান স্বত্ত্বাধিকারী হাজী ইদ্রিস মাল টুইস্টিং মিল, আব্দুল্লাহ আল হোসেন বাপ্পি স্বত্ত্বাধিকারী মেসার্স আজমল ট্রেডার্স, মাজহারুল ইসলাম স্বত্ত্বাধিকারী আফিফা ট্রেডার্স, মো. মাহমুদুল হোসেন লিংকন স্বত্ত্বাধিকারী লিং রাজ হোসিয়ারী এন্ড গার্মেন্টস্, মো. বিল্লাল হোসেন স্বত্ত্বাধিকারী- মেসার্স বিপা ইয়ার্ন ট্রেডিং।

এসোসিয়েট গ্রুপের প্রার্থীরা হলেন মোহাম্মদ মুসা স্বত্ত্বাধিকারী বিশাল ট্রেড এজেন্সি, মো. জাহিদ হাসান স্বত্ত্বাধিকারী জেমি এন্টারপ্রাইজ, জীবন সাহা স্বত্ত্বাধিকারী মা ট্রেডার্স, মো. মজিবুর রহমান স্বত্ত্বাধিকারী- মজিব এন্টারপ্রাইজ, মো. কামরুল হাসান স্বত্ত্বাধিকারী ইকরা টেক্স লিংক, মো. মাহফুজুর রহমান খান মাহফুজ স্বত্ত্বাধিকারী পলিটেক্স, মো. ফয়সাল আহাম্মদ (দোলন) স্বত্ত্বাধিকারী ডি এস এন্টারপ্রাইজ, মো. খায়রুল কবীর স্বত্ত্বাধিকারী এলিট এন্টারপ্রাইজ।    

তফসিল অনুযায়ী আগামী ২৪ মে, ২০২৫ তারিখে কার্যকরী পরিষদ নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হবে। 

Islam's Group