News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

রূপগঞ্জে সাংবাদিক রিয়াজের উপর দুর্বৃত্তদের হামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:০৮ পিএম রূপগঞ্জে সাংবাদিক রিয়াজের উপর দুর্বৃত্তদের হামলা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সদস্য রিয়াজ হোসেনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ৭ মে রাত ৮টার দিকে পূর্বাচল উপশহরের তিন নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের তথ্য অনুযায়ী, ৪-৫ জন যুবক অতর্কিতভাবে রিয়াজের ওপর হামলা চালায়। তারা সন্ত্রাসী কায়দায় রিয়াজকে এলোপাতাড়ি পিটিয়ে মাথা, ঘাড় ও পিঠে ইট দিয়ে আঘাত করে থেঁতলে দেয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনরা জানান, রিয়াজের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং সিটি স্ক্যান পরীক্ষার রিপোর্ট আশঙ্কাজনক এসেছে।

এ বিষয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম বলেন, হামলার খবর পেয়ে থানা ও গোয়েন্দা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জের ধরে এ হামলার বিষয়টি জানতে পেরেছি। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

Islam's Group