News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

তাঁকে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৯, ২০২৫, ১০:০৬ পিএম তাঁকে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে না

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গত ২ দিন আগে ফতুল্লা থেকে একজন আমাকে কল দিয়ে শুকরিয়া জানান। তিনি আমাকে বলেন, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কার্ড ছাপিয়ে ব্যাপক চাঁদাবাজি করা হচ্ছিল। কার্ডে নামগুলো দেখলেই বুঝবেন কারা এরা। তিনি আমাকে আরও বলেন, আল্লাহ তাকে রক্ষা করেছেন। এবার তাকে মোটা অঙ্কের চাঁদা দিতে হবে না। এক ফতুল্লা বিএনপিতে যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, মাদকের সঙ্গে জড়িত তাদের পরিধি এখন অনেক ছোট হয়ে এসেছে। মাত্র ৩-৪টি ওয়ার্ডকেন্দ্রীক তাদের এখন নেতৃত্ব। এই ওয়ার্ডগুলোর আপনারা যদি একটু হেঁটে যান তাহলে ওয়ার্ডগুলোতে আর সন্ত্রাসীদের চিহ্ন থাকবে না। আমাদের দলকে সন্ত্রাসমুক্ত রাখার জন্য আমাদেরই এগিয়ে আসতে হবে। এখন থেকে আমি খেয়াল রাখবো এইসব কার্যক্রমে যারা থাকবে তাদের দল থেকে বহিষ্কার করার বিষয়ে কাজ করবো। এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। এখন থেকে নারায়ণগঞ্জ বারের সব কার্যক্রমে আমি অংশগ্রহণ করবো। আমি দেখবো কারা এদের মনোনয়ন দিয়ে বানায়। আর কারা এদের বিরুদ্ধে শক্তির যোগান দেয়।

রোববার (১৮ মে) বিকেলে ফতুল্লায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতিসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা নিজে চোর ছিল। তার দলের যারা ছিল তাদেরকেও সে লুটেরা বানিয়েছিল। এখান দিয়ে ব্যতিক্রম হচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। বিএনপির মধ্যে যারা অন্যায়, অপরাধ কাজ করে বেড়াচ্ছেন তার বিরুদ্ধেই শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে। শেখ হাসিনা অন্যায়কারীকে পুরষ্কৃত করেছেন। আর আমাদের নেতা তিরষ্কার করছেন। এই নেতাকে এজন্যই টিকিয়ে রাখতে হবে। কেননা তার দ্বারাই দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আজ আইনজীবীর উপর যে হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় শুধু তীব্র নিন্দা জানালেই হবে না। জড়িতদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। অনেকেই মনে করে কয়টা দিন আমাকে বহিষ্কার রাখতে পারে। আবার এসে পড়বো। এসব চিন্তাভাবনার আশ্বাস দিয়ে সন্ত্রাসীদের লালনপালন করার চেষ্টা করতে পারেন। আপনাদের বলতে চাই, তারেক রহমান ওই ধরণের ব্যক্তি নন। তিনি যাকে একবার থুতু দিয়ে ফেলে দিয়েছেন তাকে আর ফেরত নিয়ে আসবেন না।

Islam's Group