নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আফসানা নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে চালক শিহাব প্রধান।
রোববার ১৮ মে বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আফসানা মুছাপুর ইউনিয়নের বালিগাঁও এলাকার আনোয়ার হোসেনের মেয়ে ও আহত শিহাব শম্ভুপুরা ইউনিয়নের দরিগাঁও এলাকার দুলাল প্রধানের ছেলে। দু'জনই তোলারাম কলেজের শিক্ষার্থী।
কাচঁপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কুমিল্লাগামী দ্রুত একটি যাত্রীবাহি বাস পেছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাত্রীবাহি বাসটি জব্দ করা হয়েছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :