জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বারী ভুঁইয়ারকে লাঞ্ছিত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ আদালতের আইনজীবীরা। মানববন্ধন চলাকালীন সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অ্যাডভোকেট বারী ভুঁইয়াকে লাঞ্ছিত করার চেষ্টাকারীদের এখন পর্যন্ত আইনের আওতায় না আনায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা।
মঙ্গলবার ২০ মে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাধারণ আইনজীবীদের ব্যানারে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, আমরা আইনজীবী সমাজ আইনের ব্যাখার জন্য অ্যাডভোকেট বারী ভুঁইয়াকে স্মরণ করে থাকি। উনি যখন একটি সন্ত্রাসীর চাঁদাবাজির মামলার রিমাণ্ড শুনানি শেষে বারান্দায় আসলেন তখন সেই সন্ত্রাসীর পাচাটা পালিত সন্ত্রাসীরা উনার উপর হামলা করার জন্য উদ্ধত্ত হয়েছিল।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমারের নাম উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জের এমসি প্রত্যুষ কুমার আপনি কি করেন? এখানে বসে বসে দুধ কলা খান নাকি? আপনার কোনো দায়িত্ব নেই?
আদালতের কোর্ট পরিদর্শককে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কি করেন? নারায়ণগঞ্জ আদালতের আইনজীবীদের নিরাপত্তা দিতে পারেন না। তাহলে আপনি চাকরি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যান। আমাদের আইনজীবীদের সুরক্ষা দিতে হবে। প্রতিটি কোর্টে পর্যাপ্ত পরিমান পুলিশ দিতে হবে। সকাল থেকেই আদালতে সন্ত্রাসীদের আনাগোনা ছিল আপনারা কেন পর্যাপ্ত পুলিশ মোতায়েন করেননি? মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে ভবিষ্যতে যদি কোনো জুনিয়র এমন কি শিক্ষানবিশ কোনো আইনজীবীদের দিকে কেউ চোখ রাঙায় সেই চোখ আমরা উপড়ে ফেলবো। প্রশাসনের প্রতি আহ্বান জানাবো আপনারা অনতি বিলম্বে হামলা চেষ্টাকারীদের আইনের আওতায় নিয়ে আসুন, তাদেরকে গ্রেপ্তার করুন। নয়তো নারায়ণগঞ্জের আইনজীবীরা আরো কঠোর আন্দোলন দিবো।
জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন বলেন, অ্যাডভোকেট বারী ভুঁইয়ারকে লাঞ্ছিত চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। যদি এ ঘটনায় মামলা দায়ের না করা হয় তাহলে আমরা স্বপ্রনোদিত হয়ে মামলা করবো।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, পিপি আবুল কালাম আজাদ জাকির, অ্যাডভোকেট গালিব, অ্যাডভোকেট আশরাফুল সহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :