News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মদনপুর তিনশত আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২৫, ০৭:৫৮ পিএম মদনপুর তিনশত আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

 নারায়ণগঞ্জের মদনপুর ইষ্ট টাউন আবাসিক প্রকল্প এলাকার তিনশত আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস।

সোমবার ১৯মে দুপুরে মদনপুর ইষ্ট টাউন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির এর নেতৃত্বে অভিযান চালায় তিতাস। 

এসময় ৩ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় তিন শত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাইপ, রাইজার ও ২ টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর। 

পুনরায় অবৈধ সংযোগ স্থাপন বন্ধে অবৈধ সংযোগের স্থলগুলো সিলগালা করে তিতাস কর্তৃপক্ষ। 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির অবৈধ গ্যাস সংযোগকারী একজনকে দশ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মো. জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই ইদ্রিস, প্রকৌশলী শাহ্-আলম রনি এবং গ্যাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
 

Islam's Group