News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সাংবাদিকদের টুঁটি চেপে ধরার চেষ্টার পরিণতি ভাল হবে না


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৭:৩৭ পিএম সাংবাদিকদের টুঁটি চেপে ধরার চেষ্টার পরিণতি ভাল হবে না

নারায়ণগঞ্জে সাংবাদিকদের উপর হামলা, মামলা, সাংবাদিক জিসানের মুক্তির দাবি  ও কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিকেরা।

মঙ্গলবার ২০মে ফতুল্লা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এসময় ফতুল্লা থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম বলেন, আপনারা যদি সাংবাদিকদের মামলা দিতে চান তাহলে এর বিরুদ্ধে আমরাও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবো। সাংবাদিক সমাজ কারও পক্ষে বা বিপক্ষে লেখি না। আমরা যা দেখি যা বুঝি তাই লিখি। আমরা দেশের স্বার্থে লিখি। আমরা পুলিশ কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতিপক্ষ নই।

তিনি আরো বলেন, আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক মহলের ইন্ধনে পুলিশ প্রশাসন সাংবাদিকদের হয়রানির চেষ্টা করছে। আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, আপনারা এসকল অপচেষ্টা বন্ধ করুন। সাংবাদিকদের টুঁটি চেপে ধরার চেষ্টা করলে এর পরিণতি ভাল হবে না।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সি,  সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মো. সোহেল, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা শাহাদাত হোসেন,  ডেইলি  স্টারের জেলা প্রতিনিধি সৌরভ হোসেন সিয়াম, সাংবাদিক মাসুদ আলী, শাকিল আহমেদ ডিয়েল, পম আজিজ, সেলিম হোসেন, সোহেল রানা, জসিমউদ্দীন, জাহাঙ্গীর হোসেন, রাকিব চৌধুরী শিশির, মিতু, লিজা, আনোয়ার হোসেন সজিব, জুয়েল চৌধুরী, ফজলুল হক পলাশ প্রমুখ।

Islam's Group