News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মামলার ১২ঘণ্টার মধ্যে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০২:৪৫ পিএম মামলার ১২ঘণ্টার মধ্যে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার

ফতুল্লায় গৃহবধূ মোসা. লাকী আক্তার (২৫) হত্যাকাণ্ডের মূল ও একমাত্র আসামি মো. শহীদুল ইসলাম ওরফে কসাই শিপন (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব অনভেস্টিকেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃত কসাই শিপন ফতুল্লার ইদ্রাকপুর এলাকার ফজলু মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জালাল ভান্ডারির ছেলে।

শনিবার ২৪মে  রাত পৌনে ১২টায় ঢাকার কোতয়ালি থানার সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার ২৫ মে দুপুর ১২টায়  ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের সাইনবোর্ড এলাকায় অবস্থিত পিবিআই জেলা কার্যালয়ে জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ সংবাদ সম্মলনে  এ তথ্য নিশ্চিত করা হয়। মামলা দায়েরের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তারা।

পিবিআই জানায়, লাকী আক্তার কে হত্যার ঘটনায় স্বামী শহিদুল ইসলাম ওরফে কসাই শিপন কে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। এই হত্যাকান্ডের সংবাদ দেখে পিবিআই ছায়া তদন্ত শুরু করে। সেই ধারাবাহিকতায় পিবিআই নারায়ণগঞ্জ জেলা তথ্য প্রযুক্তির বিশ্লেষন ঢাকার সদরঘাট থেকে কসাই শিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।

উল্লেখ্য, গত ১৯মে ইদ্রাকপুর এলাকায় ফজলু মিয়ার ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সানিয়া আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, পারিবারিক কলহের জের ধরে স্বামী শহিদুল ইসলাম ওরফে কসাই শিপন তার স্ত্রী লাকী আক্তার কে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঘরের ভেতরে রেখে তালা লাগিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়।

Islam's Group