ভুয়া ডিবি পরিচয়ে ১৫টি গরু সহ মিনি ট্রাক ডাকাতির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার ২৪মে বিকাল সাড়ে ৪টায় ঢাকার গুলশান লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতের নাম বাবলু ওরফে বাবুল । সে ঢাকার বাড্ডা থানার বেরাইদ, চিনাদী (কসাই বাবলুর বাড়ি) এলাকার আনোয়ার আলীর ছেলে।
র্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর পাবনার ঈশ্বরদী থেকে গরুবোঝাই মিনি ট্রাক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন ট্রাক মালিক রানা হোসেন। পরদিন ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ট্রাকটি বন্দর থানাধীন কামতাল এলাকায় পৌঁছালে একটি সিলভার রঙের মাইক্রোবাস সামনে ব্যারিকেড সৃষ্টি করে।
এ সময় ভুয়া ডিবি পুলিশের কটি পরিহিত কয়েকজন ব্যক্তি গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং গরুর পেটে মাদক আছে বলে দাবি করে ট্রাক মালিক ও চালক মো. ইরফান-কে গাড়ি থেকে নামিয়ে মাইক্রোবাসে তোলে। পরে একটি সদস্য গরুসহ ট্রাকটি নিয়ে যায় এবং বাদী ও চালকের চোখ-মুখ-হাত বেঁধে তাদের মারধর করে, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ঝোপে ফেলে পালিয়ে যায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত বাবলু ট্রাক ও গরু ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :