News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

আড়াইহাজারে ভূমি মেলা শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২৫, ০৫:০৮ পিএম আড়াইহাজারে ভূমি মেলা শুরু

আড়াইহাজার উপজেলা ভূমি অফিসের উদ্যেগে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রোববার থেকে ৩ দিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন প্রধান অতিথি থেকে মেলার উদ্ধোধন করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন সাজ্জাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন জানান, মেলায় সেবা প্রত্যাশীরা ভূমি বিষয়ক যেকোনো ধরনের সেবা সরাসরি এসে গ্রহণ করতে পারবে। এছাড়া ভূমি বিষয়ক প্রশ্ন কিংবা অন্য যেকোনো সমস্যা সরাসরি সহকারী কমিশনার (ভূমি) বা ভূমি অফিসে কর্মরত কর্মকতা, কর্মচারীর মাধ্যমে সামাধান করতে পারবেন। মেলায় গণশুনাণি, অনলাইন পর্চা, ভূমি বিষয়ক আড্ডা, লিফলেট বিতরণসহ ভূমি সংক্রান্ত সামগ্রিক সেবা প্রদান করা হবে। 

Islam's Group