বেড়াতে এসে বন্ধুদের সাথে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে মাজেদুর রহমান সাগর(১১) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় থেকে তার মৃতদেহটি উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুর দল। এর আগে বন্ধুদের সাথে দুপুর ১টায় গোসল করতে নেমে নিখোঁজ হয় সাগর। নিখোঁজের ৪ ঘণ্টা পর বিকাল ৫টায় তার মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্র গাজীপুর সদর থানার দক্ষিণ খান পশ্চিমপাড়া এলাকার মো. মোমেনের ছেলে। সে স্থানীয় ড. আনোয়ার আলী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। কয়েকদিন আগে বেড়াতে আসে রূপগঞ্জের জাঙ্গীর এলাকায়।
স্থানীয়দের বরাত দিয়ে ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিতোষ সরকার জানান, শনিবার দুপুর ১টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে সাগর শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীরে বাঁধা একটি নৌকা থেকে সে পানিতে ঝাঁপ দেয় এবং নিখোঁজ হয়। স্থানীয়রা খোঁজাখুঁজির পর না পেয়ে ৯৯৯-এ ফোন করলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে।
পরে পরিবারের আবেদনে ও কোনো আপত্তি না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :