মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, আপনি কম্পিউটার বা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যে নলেজটা নিবেন আপনার মাথায় থাকবে ১০ মিনিট, আর বই থেকে যে জ্ঞানটা নিবেন সেটা থাকবে ১০ বছর। বই মানুষ তৈরি করে, শিক্ষক তৈরি করে, রাজনীতিবিদ তৈরি করে, তাই বই থাকবে সঙ্গে, অ্যান্ড্রয়েড মোবাইল থাকবে না।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে সিদ্ধিরগঞ্জ থানা অন্তর্গত বিভিন্ন স্কুল-মাদ্রাসা থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, অ্যান্ড্রয়েড মোবাইল ধ্বংস করে দেয় সব কিছু, কারন মোবাইলে ১টা ভালো অপশন আছে ৯য় টাই খারাপ অপশন আছে, মানুষ খারাপটা বেছে নেয়। একটা ভালো অপশন দিয়ে মোবাইলে ঢুকে বাবা,মাকে বলে আমি শিক্ষনিও দেখবো কিন্তুু রাতের অন্ধকারে সে অন্য একাটায় চলে গেছে। সময় এসেছে চিন্তা করার আমরা কি করবো, ৫ আগস্ট শিক্ষা দিয়েছে যে আপনারা মানুষ হউন, দেশটাকে গড়েন।
প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম আরো বলেন, বাবা,মাকে সেবা করার সৌভাগ্য সব ভাই বোনরা পায় না, এটা আল্লাহতালা দেন এই সৌভাগ্য, কারন যখনি বাবা,মার সেবা করবেন সেই সন্তান বেহেশতবাসী হবেন। তাই আমরা বাবা, মাকে সেবা করবো বড়দের কে সম্মান করবো, পর কালেও জিপিএ ৫ পেতে হবে।
সভাপতির বক্তব্য মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, তোমরা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করেছ, তোমরা শ্রম দিয়েছ, তোমরা সময় কে কাজে লাগিয়েছ, সেই জন্য তোমরা কৃতকার্য লাভ করেছ, তাই তোমাদের আনন্দ, তোমাদের অভিভাবকদের আনন্দ। আর এই আনন্দ করতে পারে নাই তোমাদের সহপাঠী যারা সাধনা করে নাই, যারা পরিশ্রম করে নাই, যারা লক্ষ্য নির্ধারন করে সঠিক কাজটা করে নাই সেখানে তাদের ব্যর্থতা তাদের কে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে।
সফলতার স্বীকৃতি এটা প্রত্যেকে পেতে চায়, কিন্তুু আমরা জাতি হিসেবে অনেক কৃপন আমরা সফল মানুষকে মূল্যায়ন করি খুব কম, সফল মানুষের প্রশংসা করতে ঈর্ষান্বিত হয়, সফল মানুষকে ঈর্ষা করে এরিয়ে চলি।
তিনি আরো বলেন আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, পারিবারিব ব্যবস্থা হওয়া উচিৎ যারা সফল মানুষ হবে তাদের প্রশংসা করা, তাদের সম্মান করা, তাদের মর্যাদা দেওয়া, তাদের কে সফলতার জন্য আরো বেশি অনুপ্রেরণা দেওয়া। আমরা এর জন্য কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করে তাদের উৎসাহ বাড়াতে চাই। তাদের জীবন চলাল পথে তারা যেন আরো বেশি এগিয়ে যেতে পারে তার জন্য তাদের উৎসাহ প্রদান করতে চাই।
গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উপাধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের আহবায়ক শিশির ঘোষ অমর, রাজিব আহমেদ, রিফাত হোসেন, শিক্ষক আবু তালেব,আবু তাহের, উমর ফারুক, আবু সুফিয়ান শুভসহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :