নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল'-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব কেন্দ্রীয় ঈদগাহ থেকে শুরু করে চাষাঢ়া শহীদ মিনার ও বালুর মাঠ এলাকায় সরকারি জায়গায় গড়ে উঠা ও রাস্তার পাশে দোকানের ব্যবসায়ীদের সাথে চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে গণসংযোগ করেন। এসময় তার কর্মীসমর্থকরা, জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের নেতৃবৃন্দরা ছাড়াও জেলা গণঅধিকার পরিষদ এবং মহানগর যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দরাও উক্ত কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
এ সময় তিনি ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেন চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে।
তিনি বলেন, আপনারা নিজেদেরকে একা ভাববেন না, আপনাদের শক্তি আমরা, আমাদের শক্তি আপনারা।আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে আগামীতে বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে পরিবর্তিত একটি নতুন বাংলাদেশ গড়তে। আপনারা বৈধ লিজের কাগজবিহীন এবং মেয়াদোত্তীর্ণ লিজধারীদেরকে কোনোধরনের ভাড়া প্রদান থেকে বিরত থাকবেন, এটি জেলা প্রশাসক মহোদয় এবং জেলা পরিষদের পক্ষ থেকেও যৌথ বার্তা আপনাদের প্রতি। কোনোভাবেই কেউ এসে আমার নাম ব্যবহার করে, কিংবা বিএনপির কথিত নামধারী কতিপয় ব্যক্তিরা দলের নাম ব্যবহার করে এসে দোকান ভাড়া বা দখল নিতে চাইলে আমার নাম্বারে ফোন দিয়ে অবহিত করবেন, আমরা প্রশাসনের হস্তক্ষেপে আইনের হাতে তাদের সোর্পদ করবো ইনশাআল্লাহ।
এরপর এস. আলম রাজীব সকল নেতৃবৃন্দ নিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র সাথে সাক্ষাৎ করতে যান।
আপনার মতামত লিখুন :