নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
রোববার দুপুরে জেলা প্রশাসক জরাজীর্ণ স্কুলটির বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে ক্রীড়া সামগ্রী ও চকলেট তুলে দেন। এসময় স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী স্কুলটির জরাজীর্ণ অবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কার এবং স্কুলটিতে একটি শহীদ মিনার ও একটি মুক্তমঞ্চ নির্মাণের দাবি জানান।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, আমরা ইতোমধ্যে জেলা পরিষদ থেকে স্কুলটির উন্নয়নের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছি। শীঘ্রই স্কুলটির উন্নয়নে কাজ ধরা হবে। এছাড়াও শহরের প্রাণকেন্দ্রে এমন সুন্দর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মিত হবেনা সেটি হতে পারেনা। শীঘ্রই অত্র স্কুলে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এছাড়াও শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আসার তাগিদ দেন ডিসি। স্কুলের চারিপাশে আরো গাছ লাগানোর আহবান জানান তিনি
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়ত পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহামুদ, সহ সভাপতি শামসুল হক বাচ্চু, পঞ্চায়েতের সাংগঠিনক সম্পাদক ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমদ রিপন, যুগ্ম সম্পাদক ও স্কুল সাবেক সদস্য শরিফ সুমন, শফিকুর রহমান সোহাগ, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেসা, সিনিয়র স্যার মো জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।
আপনার মতামত লিখুন :