অভিনব কৌশলে প্রাইভেট কার ছিনতাইকালে ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের পেশাদার ছিনতাইকারী, আন্তঃজেলা যানবাহন চোর চক্রের হোতা আতাউর (৪৫) কে এক সহযোগী সহ গ্রেফতার করছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ভুইগড় এলাকা থেকে তাদের কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম জালকুড়ির মোহর আলী মাস্টারের পুত্র আতাউর (৩৫) ও মৃত আবুল কালামের পুত্র ইমরান হোসেন(২৫)।
গ্রেফতারকৃত আতাউরের বিরুদ্ধে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ সহ জেলার বিভিন্ন থানায় আটটিরও বেশি মামলা রয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত দুইটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুঁইগড় বাসস্ট্যান্ডের সামনে একটি প্রাইভেটকারের গতিরোধ করে চালককে বলে যে মোটরসাইকেলকে সে এক্সিডেন্ট করে ফেলে দিয়ে এসেছে। এ কথা বলে চালক কে মারধর করে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ নিতে চাইলে চালক ডাক-চিৎকার করলে বাস স্ট্যান্ডের আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে বিষয়টি আচঁ করতে পেরে আতাউর ও তার সহযোগী কে গণপিটুনি দিয়ে ফতুল্লা থানা পুলিশে সোপর্দ করে। এ সময় তাদের নিকট থেকে ছিনতাইকাজে ব্যবহৃত কাগজ-পত্রবিহীন অপর একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আতাউর একজন পেশাদার অপরাধী। এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সহ আশপাশের বিভিন্ন সড়কগুলোতে ছিনতাই করে আসছিলো। একই সাথে অভিনব কৌশলে গাড়ি ছিনতাই করতো। শুক্রবার দিবাগত রাতে একটি চোরাই মোটর সাইকেল সহ তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতাউরের বিরুদ্ধে আটটির ও বেশি মামলা রয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :