News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

ফতুল্লায় ২০ দিন ধরে যুবক নিখোঁজ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৮:০৩ পিএম ফতুল্লায় ২০ দিন ধরে যুবক নিখোঁজ

ফতুল্লায় ২০ দিন ধরে নিখোঁজ রয়েছে তুষার আহমেদ(২৮) নামের এক যুবক। নিখোঁজ তুষার আহমেদ ফতুল্লা মডেল থানার কোতালের এলাকার আব্দুল রাজ্জাকের পুত্র। এ ঘটনায় নিখোঁজের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন।

জানা যায়, ১৭আগস্ট সকাল ৮ টার দিকে কাজের জন্য কোতালেরবাগস্থ নিজ বাসা থেকে বের হয়। তারপর আর ফিরে আসেনি। আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করা হলেও তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। কোথাও কোন সন্ধান না পেয়ে চলতি মাসের ৩ তারিখে নিখোঁজ যুবকের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরী করেন।

সাধারণ ডায়েরীর তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক  মো. মিজানুর রহমান জানান, নিখোঁজ যুবকের সন্ধানে তথ্যপ্রযুক্তি এবং নিজস্ব সোর্সের মাধ্যমে কাজ করছে পুলিশ।

Islam's Group