News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

শহরের গলার কাঁটা জিউস পুকুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১০:১৮ পিএম শহরের গলার কাঁটা জিউস পুকুর

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত জিউস পুকুরটি কচুরিপানা-আবর্জনায় সয়লাব হওয়া সমস্যায় পড়েছেন এলাকাবাসী। একদিকে অল্প বৃষ্টিতে তৈরি হচ্ছে জলাবদ্ধতা অন্যদিকে স্থানীয়রা নানা রোগবালাইতে আক্রান্ত হচ্ছেন।

স্থানীয়রা জানান, ২০-২৫ বছর আগেও পুুকুরটির পানি ছলছল ছিল। পুকুরে সবসময় মাছ চাষ হতো। পুকুরের আশেপাশে কেউ ময়লা ফেলাতে পারতো না। সেই পুকুরটিতে ময়লা ফেলতে ফেলতে এটি এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। দুর্গন্ধে আশেপাশে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে। এখান দিয়ে কেউ হেটে গেলেও নাক চেপে যাতায়াত করতে হয়।

এর আগে কর্তৃপক্ষ একাধিকবার পুকুরটি পরিদর্শন করে বলেছিল, এটা পরিষ্কার করবে। কিন্তু বাস্তবে এটি আর কোনো পরিষ্কার করা হয় নি। মেয়র কিংবা এমপি কারো উদ্যোগেই কোনো কাজ হয়নি। এই পানির সংস্পর্শে যারা আসে তারা চুলকানি থেকে শুরু করে নানা রোগে আক্রান্ত হচ্ছে। পাশাপাশি মশার উপদ্রব অনেক বেড়েছে। দিনের বেলাতে অনেককেই এখনো মশারি টানিয়ে রাখতে হচ্ছে। দুই বছর ধরে এই দুর্ভোগ আরও বেড়েছে। এখন এই দুর্ভোগ আর সহ্য করতে পারছি না। ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছেন। অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই পুুকুরটিতে একসময় পূজা অর্চনা হতো। কিন্তু ময়লা আবর্জনায় এটি এখন প্রায়ই নষ্ট হয়ে গেছে। এ থেকে আমরা দ্রুত পরিত্রাণ চাই।

Islam's Group