News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

জেলা সিপিবি’র সভাপতি শিবনাথ চক্রবর্তী, সম্পাদক শাহীন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৬:২০ পিএম জেলা সিপিবি’র সভাপতি শিবনাথ চক্রবর্তী, সম্পাদক শাহীন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি 'সিপিবি' নারায়ণগঞ্জ ১০'ম জেলা সম্মেলন শুক্রবার ৫ সেপ্টেম্বর চাষাড়া শহীদ মিনারে উদ্বোধনী সমাবেশ পরবর্তী শনিবার ৬ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে রাত ১১টা পর্যন্ত আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 

কাউন্সিল অধিবেশনের তিনটি সেশনে পর্যায়ক্রমে সভাপতিত্ব করেন রনজিত দাস, আ. মান্নান ও শরৎচন্দ্র মন্ডল। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শাহ আলম, বিশেষ অতিথি রাগিব হাসান মুন্না, জেলার সভাপতি হাফিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী ও অন্যান্য নেতৃবৃন্দ। 

উক্ত কাউন্সিল অধিবেশনে ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। শিবনাথ চক্রবর্তী'কে সভাপতি ও এম এ শাহীন'কে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের কমিটি নির্বাচন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন হাফিজুল ইসলাম, মন্টু ঘোষ, আ. হাই শরীফ, শাহানারা বেগম, দুলাল সাহা, আব্দুস সালাম বাবুল, আব্দুল মালেক, শিশির চক্রবর্তী, সুজয় রায় চৌধুরী, লোকনাথ বর্মন, বিমল কান্তি দাস, জাকির হোসেন, কৃষ্ণা ঘোষ, নুরুল ইসলাম, দিলীপ কুমার দাস, মনিরুজ্জামান চন্দন, শোভা সাহা, মো. সোবহান, দ্বীন দুনিয়া, মো. বাতেন, মৈত্রী ঘোষ। দুটি সদস্য পদ শূন্য রাখা হয়েছে, পরবর্তীতে কো-অপ্ট করে নেয়া হবে। 

কাউন্সিল অধিবেশনে নবনির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দ'কে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শাহ আলম বলেন, দেশের স্বাধীনতার ৫৪ বছরে বিভিন্ন সময়ে ক্ষমতায় থাকা শাসক গোষ্ঠীর কারণে দেশে বৈষম্যের পাহাড় গড়ে উঠেছে। বিদ্যমান বৈষম্য মূলক কাঠামো ভেঙে দিয়ে শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের মুক্তি লক্ষ্যে সকল শ্রেণি পেশার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। মানুষের মুক্তির নিশ্চিত করতে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।জনগণের সক্রিয় সমর্থনের শক্তিতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া ও গণমানুষের সরকার প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে।

Islam's Group