News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

খোরশেদের ডাকে সর্বদলীয় মানববন্ধনে মেট্রোরেল প্রকল্পে দাবি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৩:৩৯ পিএম খোরশেদের ডাকে সর্বদলীয় মানববন্ধনে মেট্রোরেল প্রকল্পে দাবি

নারায়ণগঞ্জ শহর, আদমজী, মদনপুরকে মেট্রোরেল (এমআরটি লাইন-২) প্রকল্পে যুক্ত করার দাবীতে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ এর আয়োজনে শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর সকালে মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ এর সভাপতি ও সাবেক সিটি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইন উদ্দিন আহমেদ, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল সুজন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনাসহ আরো অনেকে। 

মানববন্ধনে বক্তারা মেট্রোরেলের প্রকল্পের সাথে দেশের শীর্ষ করদাতা জেলা শিল্প নগরী নারায়ণগঞ্জ কে অন্তর্ভুক্ত করার দাবী জানানো হয়। অন্যথায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারী উচ্চারণ করেন। এমআরটি টু প্রকল্পে নারায়ণগঞ্জ শহর, আদমজী, মদনপুরকে যুক্ত রেখে প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।  

Islam's Group