News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

সিদ্ধিরগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, পুলিশের উপর হামলা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:৫৫ পিএম সিদ্ধিরগঞ্জে মানসিক ভারসাম্যহীন যুবককে হত্যা, পুলিশের উপর হামলা


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাজ্জাদ হোসেন (২৪) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে ছিনতাইকারী আখ্যা দিয়ে হত্যা করা হয়েছে।

রবিবার ৭ সেপ্টেম্বর গভীর রাতে নাসিক ৬ নং ওয়ার্ডের আইলপাড়া এলাকায় তাকে হত্যা করা হয়। নিহত যুবক ওই এলাকার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক একজন মানসিক ভারসাম্যহীন। সে প্রতিদিন দিবারাত্রি আইলপাড়া এলাকায় হাঁটাচলা করে থাকতো। পূর্বের ন্যায় আজ রাতেও আইলাপাড়ার কাটপট্টি এলাকার 'ক্রাউন সিমেন্ট' ফ্যাক্টিরির সামনে গিয়ে কোম্পানিটির একটি গাড়িতে ঢিল ছুড়লে তাকে আটকে বেধড়ক মারধর করে ফ্যাক্টরির কর্মকর্তারা। পরবর্তীতে অতিরিক্ত মারধরের ফলে সাজ্জাদ মৃত্যুবরণ করে। 

এদিকে অমানবিকভাবে সাজ্জাদকে হত্যা করায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে 'ক্রাউন সিমেন্ট' ফ্যাক্টরিতে ভাঙচুর চালিয়েছে। পরবর্তীতে পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুদ্ধ জনতা পুলিশের উপরও হামলা চালায়। একপর্যায়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসানুজ্জামান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

ইসমাইল নামের একজন স্থানীয় বাসিন্দা বলেছে, ছেলেটা মানসিকভাবে অসুস্থ থাকায় ঘুরাঘুরি করতো। শুনলাম সে নাকি কারখানায় ঢিল ছুড়ছিলো। তার জন্যে তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ পুলিশ এখন কারখানার সামনে থেকে কয়েকজনকে আটক করে নিয়ে গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা ১০ জনকে আটক করেছি। বিস্তারিত পড়ে বলা যাবে। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসানুজ্জামান বলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আটকদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে। 
পুলিশের উপর হামলা চালানো প্রশ্নে তিনি বলে, হৃদয়বিদারক ঘটনা ক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা সিমেন্ট কারখানাটি ভাঙচুর চালালে আমাদের পুলিশ সদস্যরা তাদের থামানোর সময় একটু ঝামেলা হয়। পরবর্তীতে স্থানীয়দের বুঝিয়ে শান্ত করা হয়েছে। 

Islam's Group