News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৭:১৭ পিএম সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

সোনারগাঁয়ের কাঁচপুরে বিসিক শিল্পনগরী এলাকায় গ্যাস বিস্ফোরণের চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু হয়েছে। স্বামী মানব চৌধুরীর পর এবার মারা গেলেন তার স্ত্রী বাচা চৌধুরী।

রোববার ৭ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে দুইটায় ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎধানী অবস্থায় তিনি মারা যান।

নিহত বাচা চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের ননীগোপাল মজুমদারের মেয়ে। স্বামীকে নিয়ে তিনি সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি ভাড়া বাসায় থাকতেন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘বাচা চৌধুরীর শরীরে প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তাদের তিন মেয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে- তিন্নি (১২) ২২ শতাংশ, মুন্নি (১৪) ২৮ শতাংশ ও মৌরি (৬) ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে।’

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ওই বাসায় গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। এ ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে এবং তাদের তিন মেয়ে এখনো চিকিৎসাধীন।

Islam's Group