ইলিশ মাছ ভর্তি কাভার্ডভ্যান উল্টে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দীর্ঘ সাড়ে ৩ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় লিংক রোডের ফতুল্লার ভূইগড় এলাকায় সোনালী মার্কেটের সামনে এঘটনা ঘটে।
সকাল ১০টায় পুলিশ কাভার্ডভ্যানটি সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রো মেট্রো- ড-১১-৩৩৬২ নম্বরের ইলিশ মাছবাহী কাভার্ডভ্যান নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ডের দিকে বেপরোয়া গতিতে যাওয়ার সময় ফতুল্লার ভূইগড় এলাকায় লিংক রোডের মাঝখানে উল্টে যায়। এসময় চালক জীবন মিয়া অক্ষত অবস্থায় গাড়ি থেকে বের হয়ে যায়।
এতে প্রায় ৩-৪ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান নূর জানান, খবর পেয়ে সকাল ১০টার সময় গাড়িটি লিংক রোড থেকে সরিয়ে দেয়া হয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।








































আপনার মতামত লিখুন :