নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান খানপুরের বরফ কল এলাকায় নির্বাচনকালীন নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিতভাবে পরিচালনার লক্ষ্যেই এ কার্যালয় কার্যক্রম শুরু করল বলে জানান তিনি।
১৯ নভেম্বর সন্ধ্যায় কার্যালয় উদ্বোধন উপলক্ষে দেওয়া বক্তব্যে মাসুদুজ্জামান বলেন, সকলে মিলে জনতার দ্বারে দ্বারে যেয়ে নারায়ণগঞ্জের উন্নয়নের বার্তা নিয়ে মানুষকে ধানের শীষের প্রতিশ্রুতি পৌঁছে দিতে হবে। এর মাধ্যমে ইন শা আল্লাহ বিপুল জনসমর্থন ও ভোট পেয়ে ধানের শীষের জয় হবে। জয় হবে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জাতীয় ৩১ দফা। আজকে ১৯ নভেম্বর ২০২৫ আমরা নির্বাচনকালীন একটি কেন্দ্রের উদ্বোধন করলাম এবং আজকের এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন। আগামী দিনের সকল নির্বাচনকালীন কার্যক্রম এই কার্যালয় থেকে পরিচালিত হবে। ইনশাাল্লাহ আমাদের প্রতিটি কর্মসূচি আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে জনগণের কাছে পৌঁছাবে এখান থেকেই।
তিনি বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী প্রচারণার জন্য একটি কেন্দ্রীয় অফিস প্রয়োজন ছিল আজ আমরা সেই প্রয়োজন পূরণ করতে পেরেছি। অনেকেই এখানে থাকার কথা ছিল, হয়তো আমাদের কিছু ভুলভ্রান্তি ছিল যার কারণে তাদের পাইনি। তবে আমি প্রত্যাশা করি সামনে সবাই মিলেই আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছি - এখন আমাদের দায়িত্ব মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া। আমরা যদি পজিটিভ ওয়েতে কাজ করি নিশ্চিতভাবে আমরা ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপি সদস্য; মনোয়ার হোসেন শোখন, মোঃ আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, ফারুক আহম্মদ রিপন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, হাজী ফারুক হোসেন, মাওলানা ফেরদাউসুর রহমান, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মুরাদ, শওকত হোসেন শকু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল ও সা-সম্পাদক শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন।








































আপনার মতামত লিখুন :