News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

র‌্যাবকে লক্ষ্য সন্ত্রাসী জাহিদের গুলিতে তরুণী গুলিবিদ্ধ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫, ০৮:০৬ পিএম র‌্যাবকে লক্ষ্য সন্ত্রাসী জাহিদের গুলিতে তরুণী গুলিবিদ্ধ

ফতুল্লার মাসদাইর এলাকায় ছিনতাইকৃত মোবাইলের জন্য মুদিদোকানদারকে কুপিয়ে জখম করার পর ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায় সন্ত্রাসী জাহিদ। এর একদিনপর এবার র ্যাবকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসী জাহিদ। তার ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জবা নামে (১৮) তরুনীর বুকে লাগে। ওই সময়ে সন্ত্রাসী জাহিদ দ্রুত পালিয়ে যায়।

১৬ নভেম্বর রোববার দুপুরে ফতুল্লার পশ্চিম মাইসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশের একটি সূত্র জানান, গত শনিবার বিকেলে ফতুল্লার মাসদাইর বাজারে আল-আমিনের ছিনতাইকৃত মোবাইলকে কেন্দ্র করে মুদি দোকানদার নাহিদুর রহমান পারভেজের (৩০) সাথে স্থানীয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী জাহিদের তর্ক এবং মারধরের ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে জাহিদের সহযোগী গুট্টা মাসুদ, গিট্টু রিপন সহ ৮/১০ এসে পারভেজের মাথায়, হাতে এবং কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তখন পারভেজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ভয় দেখাতে জাহিদ একাধীক ফাঁকা গুলি বর্ষণ করে। এরপর দলবল নিয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

একদিনপর নারায়ণগঞ্জের কালিরবাজার এলাকায় অবস্থিত র ্যাবের একটি গোয়েন্দা দল জাহিদকে গ্রেফতার করতে মাসদাইর গাইবান্ধা এলাকায় অবস্থান নেয়।

এসময় জাহিদ র ্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন চার দিকে ঘিরে ফেললে র ্যাবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে জাহিদ।

তখন জাহিদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়িতে থাকা তরুনী জবা আক্তারে (১৮) বুকে বৃদ্ধ হয়। ওইসময় দ্রুত পালিয়ে যায় জাহিদ। এরপর পরিকারের লোকজন জবা আক্তারকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়।

র ্যাবের পক্ষ থেকে তাৎক্ষনিক কোন বক্তব্য পাওয়া না গেলেও ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। এ পুলিশ অফিসার বলেন, আহত তরুনীর খোজ খবর নিতে ঢাকা মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলেও পুলিশ গিয়েছে। সন্ত্রাসী জাহিদকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

Islam's Group