নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের বিষোদাগার করে প্রার্থীতা পরিবর্তনের দাবী তুললেও তার পাশে দেখা গেছে মহানগরের আহবায়ক সাখাওয়াত হোসেন খানকে।
ডেঙ্গুতে আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে দেখতে তাঁর বাসায় গেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। সঙ্গে ছিলেন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, নুরুল ইসলাম সরদার, আনোয়ার হোসেন আনু প্রমুখ।
১৬ নভেম্বর বিকেলে মাসুদ নেতাকর্মীদের নিয়ে শহরের আমলাপাড়ায় টিপুর বাসায় যান। ওই সময়ে তারা পারস্পরিক আলোচনা করেন।
এর আগের দিন ১৫ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই সাখাওয়াত বক্তব্যে মাসুদুজ্জামানের প্রার্থীতা বাতিলের দাবী জানান। সেখানে উপস্থিত ছিলেন সাবেক এমপি আবুল কালাম, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, আবুল কাউসার আশা প্রমুখ।
সাখাওয়াত হোসেন খান বলেন, যাকে বিএনপির মনোনীত ঘোষণা করা হয়েছে তিনি বিএনপির রাজনীতিতে ছিলেন না। তাঁর নাম ঘোষণার পর তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সকলে ক্ষুব্ধ। যেখানেই যাচ্ছি সকলে বলছেন এ প্রার্থীকে তো আমরা চিনি না। গত সরকারের আমলে ব্যাবসায়িক সুবিধা নিয়েছে, নির্বাচনী জনসভায় অংশ নিয়েছে। আমরা চাই তাকে পরিবর্তন করে বিএনপির মনোনয়ন এমন কাউকে দেয়া হোক যে অন্তত বিএনপি করেছে, রাজপথে আন্দোলন করেছে জেল খেটেছে। যারা দুঃসময়ে বিএনপি ছেড়ে চলে যাবে না। এধরনের ব্যাক্তিকে মনোনয়ন দেয়া হোক। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব ও স্থায়ী কমিটির কাছে একটি দরখাস্ত দিয়েছি। এ আসনে প্রাথমিক ভাবে যাকে প্রার্থী দেয়া হয়েছে তাকে বদলে মহানগর বিএনপির যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেয়া হোক। বর্তমানে যাকে প্রার্থী হিসেবে প্রাথমিক নাম ঘোষণা করা হয়েছে তাকে দিয়ে নির্বাচনের জয়ের বৈতরণী পার হওয়া সম্ভব না। আমরা চাই মাঠের যে কোন একজনকে মনোনয়ন দেওয়া হোক। যিনি রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের কাউকে মনোনয়ন দিতে হবে। বিএনপি করে এমন একজনকে প্রার্থী ঘোষণা করা হলে তার বিজয় আমরা সুনিশ্চিত করা হবে।








































আপনার মতামত লিখুন :