নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকা যেন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা ঘটে যাচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা তো দূরের কথা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যেন এই মাসদাইর এলাকায় নিরাপদ নয়। কয়েকদিন পরপরই র্যাব-পুলিশ হামলার শিকার হচ্ছেন। এখানকার অপরাধীদের যেন কোনোভাবেই আইনের আওতায় আনা যাচ্ছে না।
যখনই কোনো অভিযান পরিচালনা করা হচ্ছে তখনই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলার শিকার হচ্ছেন। আর সাধারণ মানুষের বেলায় বলারই অপেক্ষা রাখে না। তারা দিন-দুপুরে অপরাধমূলক কর্মকান্ড করে যাবে কিন্তু তাদের কিছু বলা যাবে না। বলতে গেলেই প্রাণনাশের চেষ্টায় তারা মেতে উঠেন। প্রকাশ্যে অস্ত্র বের করে গুলি ছুড়েন।
সবশেষ মাসদাইর এলাকায় প্রকাশ্যে হামলা ও গুলির ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে ধরতে র্যাবের তৎপরতা টের পেয়ে ছোরা গুলিতে জবা (২২) নামে একজন নারী গুলিবিদ্ধ হয়েছে। রোববার (১৬ নভেম্বর) বিকেলে পশ্চিম মাইসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেলে সন্ত্রাসী জাহিদকে তৎপর হয় র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল। দলটি ফতুল্লার মাসদাইরের গাইবান্ধা বাজার এলাকায় পৌঁছালে জাহিদ ও তার সহযোগীরা র্যাবের গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। এ সময় জাহিদের ছোড়া গুলি স্থানীয় এক বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তার (২২) এর বুকে এসে লাগে। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে মাসদাইর বেগম রোকেয়া স্কুলের গলির সামনে মাদক ব্যবসায়ীদের সামনে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। একই সাথে সুইস গিয়ার দিয়ে পোজ দিয়ে, লোহা ও পিস্তলের আঘাতে মাসদাইর এলাকার বাসিন্দা মো. নাহিদুর রহমান পারভেজ (৩০) নামে এক যুবককে গুরুতর করেছে। গত ১৫ নভেম্বর দুুপুরে শহরের মাসদাইর বেগম রোকেয়া স্কুলের এলাকায় এই ঘটনা ঘটে। আহত মো. নাহিদুর রহমান পারভেজ ১৩ নং ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত নাহিদুর রহমান পারভেজ বলেন, মাসদাইর বাজার থেকে আসার পথে বেগম রোকেয়া স্কুলের সামনে দাঁড়িয়ে একজনকে দেখছিলাম। এসময় বুইট্টা মাসুদ বলতে তাকিয়ে রয়েছস কেন? এই কথা বলেই অস্ত্র বের করে গুলি করে দিলো। বলতে থাকে তুই কে? এরপর পিছন থেকে দৌড়ে এসে রিপন সুইস গিয়াস হাতের মধ্যে পোজ দিলো। আরেকজন জাহিদ এসে লোহা দিয়ে মাথায় বাড়ি দিলো। সেই সাথে বুইট্টা মাসুদ আবার গুলি করে। আমি দৌড়ে চলে আসি।
র্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, শনিবারের ঘটনার র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। সেই প্রেক্ষিতে রোববার আমাদের সোর্স কাজ শুরু তাদের অবস্থান শনাক্ত করার। পাশাপাশি আমাদের আভিযানিক দলটিও সেই স্থানের উদ্দেশ্যে রওয়ানা হয়। তবে আমাদের দলটি পৌছানোর আগেই র্যাবের গোয়েন্দা তৎপরতার বিষয়টি জাহিদ ও তার দল কোনভাবে বুঝে ফেলে। আর তখনি তারা গুলি ছুড়ে। এতে এক বাড়িতে থাকা নারী গুলীবিদ্ধ হয়।
তার আগে চলতি বছরের ২৪ জুলাই মাসদাইর ঘোষেরবাগ এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেফতার অভিযানে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছিলেন ফতুল্লা মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) সামছুল হক সরকার। আহত এসআই সামছুল হক সরকারকে প্রথমে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ বলেছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে এসআই (উপ পরিদর্শক) সামছুল হক সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর ঘোষের বাগ এলাকায় মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী জাহিদকে গ্রেফতার করতে যায়। তাকে না পেয়ে ফিরে আসার সময় পেছন থেকে জাহিদের সহযোগিরা এসআই সামছুল হক সরকারের ডান হাতের কনুইর সামান্য নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
একই সাথে চলতি বছরের গত ১৮ মার্চ ফতুল্লা থানাধীন মাসদাইরে বেগম রোকেয়া খন্দকার স্কুলের বিপরীতে একটি বাড়িতে মাদক বেচাকেনার খবর পেয়ে তারা অভিযানে যান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার একটি টিম। এসময় শীর্ষ মাদক সম্রাট জাহিদ, সেলিম কসাই, রাসেল কসাইসহ ৪ জন মাদক বিক্রেতাকে আটক করা হলেও তাদের ২০ থেকে ২৫ জন সহযোগি দেশীয় ধারালো অস্ত্র সহকারে হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী কমিশনার মোঃ মোনাব্বর হোসেনের নেতৃত্বে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ গাজা, ইয়াবা, ফেনসিডিল, বিদেশী মদ ও দেশীয় অস্ত্র জব্দ করে।
এভাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এই মাসদাইর এলাকায়। আর এসকল ঘটনায় ক্রমেই আতঙ্ক ছড়িয়ে নারায়ণগঞ্জ শহরবাসীর মধ্যে। দিনে দুপুরে মাসদাইর এলাকায় যেতে নিরাপত্তাবোধ মনে করছেন সাধারণ মানুষজন।








































আপনার মতামত লিখুন :