News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

আলোচিত খোরশেদ ছিটকে পড়লেন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ১০:৪৭ পিএম আলোচিত খোরশেদ ছিটকে পড়লেন

নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশীদের তালিকাতে ছিলেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। নারায়ণগঞ্জ সিটি করপোরেনের মধ্যে পর পর ৪ বার টানা সর্বোচ্চ ভোটে নির্বাচিত বিএনপি দলীয় জনপ্রতিনিধি। তার সাথে সর্বশেষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করা আওয়ামীলীগসহ সকল প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়। শুধু কাউন্সিলর না বরং আওয়ামী লীগের দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন রাজপথে। আন্দোলন সংগ্রাম, হরতাল অবরোধে সামনের সারিতে থাকতেন। আক্রান্ত হতেন পুলিশের দ্বারা। জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া ৭১ মামলার আসামি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। কারাবরণ করেছেন মাসের পর মাস। আলোচিত এ নেতার সামনেও ছিল সুবর্ণ সুযোগ। কিন্তু এবারও তিনি পা পিছলে পড়ে গেছেন। হাত মিলিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের সঙ্গে। দলের সিদ্ধান্ত দাবী করে তিনি হাত মেলান। কিন্তু বিরোধীতা করে এক মঞ্চে সাবেক এমপি আবুল কালাম, মহানগরের আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, আবুল কাউসার আশা প্রমুখ। এ তালিকাতে না থাকাকে কিছুটা ব্যাকফুটে খোরশেদ।

অনুগামী নেতাকর্মীরা বলছেন, বৃহস্পতিবার খোরেশদের বাসায় যায় মাসুদ। সেদিন মাসুদকে নিয়ে মাসদাইরে গণসংযোগ করেন। কিন্তু শুক্রবার আবার মাসুদের নেতৃত্বে শহরে মিছিল বের হয়। সামনের সারিতেই ছিলেন তিনি। বিতর্কে বিদ্ধ হন কর্মীবান্ধব ম্যাজিকেল এ নেতা। অনুসারীদের মধ্যে ফের হাহাকার। নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদ মনোনয়ন পেলেও বিরোধীতাকারীরা যেমন এক মঞ্চে তেমনি তারাও আলোচনায়। ছিটকে পড়লেন শুধু খোরশেদ।

২০১৩ সাল থেকে দলের সকল হরতাল অবরোধের কর্মসূচীতে নগরীর মূল সড়কে মিছিল করেছেন খোরশেদ। এসময় সকল কর্মসূচীতে পুলিশ বাধা দিলে ও লাঠিচার্জ করলেও পিছপা হননি তিনি। এর মধ্যে গুলিও হয়েছে কয়েকটি মিছিলে। এসব কর্মসূচীতে খোরশেদের পাশে থেকে মহানগর যুবদল নেতা রানা মুজিব, জুলহাসসহ শতাধিক নেতাকর্মী বিভিন্ন থানার রাজনৈতিক মামলার শিকার হন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে প্রেরণের পর সারাদেশের মধ্যে প্রথম রায়ের সাথে সাথে নারায়ণগঞ্জের বন্দর থানা যুবদল খোরশেদের নির্দেশে বিক্ষোভ মিছিল বের করে। এর মধ্যে বার বার আওয়ামীলীগ থেকে দলে যোগ দিতে ও নানা পদের প্রলোভন দেয়া হলেও সেটি অগ্রাহ্য করে দেন খোরশেদ। তিনি আমৃত্যু পদ পদবি না থাকলেও বিএনপি ও জিয়া পরিবারের সাথে থাকবেন বলে জানিয়ে দেন।

তার ওয়ার্ড জামতলায় ছিল আওয়ামীলীগের সারাদেশের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বাড়ি। তবুও নেতাকর্মীদের নিয়ে সব সময় চাঙ্গা ও সরব থাকতেন খোরশেদ। নিজ বাড়ির সামনে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী, মৃত্যুবার্ষিকীতে বিশাল দোয়া মিলাদ ও কাঙ্গালি ভোজের আয়োজন করেন তিনি। এ ছাড়াও জনসম্পৃক্ত কাউন্সিলর ও বিএনপি নেতা হিসেবে তিনি পরিচিতি ওয়ার্ডে।

২০২০ সালের ৮ মার্চ সারা দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পরই মানুষের সেবায় কাজ শুরু করে কাউন্সিলর খোরশেদ। করোনা সুরক্ষায় মানুষকে সচেতন করতে প্রথমে লিফলেট বিতরণ করেন। পরবর্তীতে মানুষের মধ্যে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। এক পর্যায়ে শহরে যখন হ্যান্ড স্যানেটাইজার সংকট দেখা দেয় তখন নিজেই ডাক্তারদের পরামর্শ অনুযায়ী হ্যান্ড স্যানেটাইজার তৈরি করে ৬০ হাজার বোতল স্যানেটাইজার বিতরণ করেন। পরবর্তীতে সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করলে অসহায় শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্য সংকটে ভোগেন। তখনও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেন।

বাংলাদেশে করোনার শুরু থেকে এখন পর্যন্ত মানুষের পাশে থেকে কাজ করে শুধু নারায়ণগঞ্জ নয় দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বেও বিএনপির নাম উজ্জ্বল করেন খোরশেদ। বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও জনগনের জন্য কাজ করা জনপ্রতিনিধি হিসেবে তার কাজের প্রশংসা করেন সকল দলের মানুষ।

Islam's Group