News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

আমরা কাউকে আইন ভাঙতেও দিবো না : জেলা প্রশাসক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০৯:৫২ পিএম আমরা কাউকে আইন ভাঙতেও দিবো না : জেলা প্রশাসক

নারায়ণগঞ্জে সাংবাদিকদের সাথে নতুন জেলা প্রশাসক মো. রায়হান কবিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, প্রত্যেক মানুষ, প্রার্থী, দল আমাদের কাছে সমান। আমরা সবাইকে সমানভাবে ট্রিট করতে চাই। আমরা কাউকে আইন ভাঙ্গতেও দিবো না, কাউকে আলাদা সুবিধাও দিবো না। নিয়ম যেটা সেটা সবার জন্য সমান। সেটাই আমরা নিশ্চিত করবো। এটাই আমাদের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ডিসির জন্য আলাদা কোন বরাদ্দ থাকে না। বাস্তবায়নকারী প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া হয়। ডিসির কাজ হচ্ছে, ওই বরাদ্দটা ঠিকমতো নিয়ম-নীতি মেনে খরচ হচ্ছে কি না তা নিশ্চিত করা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা ইসলাম, মো. সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপকি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাবেক সভাপতি আরিফ আলম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মজিবুল হক পলাশ ও বর্তমান কমিটির কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল প্রমুখ।

Islam's Group