News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

আরো এক হত্যা মামলার আসামি হলেন শামীম, সেলিম, আজমেরী, অয়ন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৫, ০৮:৪৪ পিএম আরো এক হত্যা মামলার আসামি হলেন শামীম, সেলিম, আজমেরী, অয়ন

নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের হয়েছে। তাদের সাথে মামলায় আসামি করা হয়েছে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানকেও। এছাড়াও উক্ত মামলায় আসামি হয়েছে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনকেও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৪৯ জনের নাম উল্লেখ এবং আরো ২৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়।

ঢাকা মেট্টোপলেটিন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ যাত্রাবাড়ি থানায় ১৬ নভেম্বর মামলাটি দায়ের হয়েছে।

সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মজিবর রহমানের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে উক্ত মামলাটি দায়ের করেন।

মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ ফজরে নূর তাপস, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুণ অর রশিদ, সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সাহা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান।

উক্ত মামলায় নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ থানা এলাকাসহ ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, গোপালগঞ্জ, মাগুরা, মাদারিপুর, চুড়াডাঙ্গা, নড়াইল, ফেনী ব্রাহ্মনবাড়িয়া সহ বিভিন্ন জেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জের আসামিদের মধ্যে উত্তর চাষাঢ়া এলাকার নিয়াজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি শাহিন মিয়া ওরফে গিরিঙ্গি শাহীন, বন্দর খানবাড়ি এলাকার আয়েস আলী ছেলে চান মিয়া ওরফে বালু ব্যবসায়ী চান মিয়া, জেলা ছাত্র সমাজের নেতা নয়ন সরদার, রাজু ওরফে স্ট্যান্ড রাজু, সদর থানা বঙ্গবন্ধু প্রজন্মলীগ নেতা আল মামুন মির্জা, আওয়ামী লীগ নেতা হুমায়ন কবির মৃধা, কলাগাছিয়া ইউনিয়নের মকবুল হোসেন মেম্বার, আওয়ামী লীগ নেতা কাজী জহির, বন্দর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান সহ নারায়ণগঞ্জের অর্ধশতাধিক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রজন্মলীগ সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দদের আসামি করা হয়েছে।

এ ব্যাপারে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক জাকির হোসেন।

এ ব্যাপারে মামলার বাদী সেলিনা বেগমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Islam's Group