ফতুল্লা মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার প্রধান আসামি কাউসার (৩০) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার ২০ নভেম্বর দিবাগত রাত ১টায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কাউসার ফতুল্লার পাগলা বউ বাজার এলাকার মোজাম্মেল মুন্সির ছেলে।
র্যাব-১১ সিপিএসসি কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, মামলার বাদী একজন ট্রাক চালক এবং উনার নাবালিকা ১৩ বছরের বোন ভিকটিম একজন বুদ্ধি প্রতিবন্ধী । গত ১৫ আগস্ট সন্ধ্যা ৬টায় সময় ভিকটিমের খালাত বোনের জামাই ভিকটিমকে মেলায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা হতে বের করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে মেলায় না নিয়া ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম নয়ামাটি রেললাইন জনৈক আলম মিয়ার ৪র্থ তলা বাড়ির নিচ তলার উত্তর পাশের ভাড়াটিয়া কক্ষে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নাবালিকা ভিকটিম (১৩) কে ভয়-ভীতি দেখিয়ে গ্রেপ্তাকৃত আসামি কাউসার (৩০) ও বোন জামাই মিলে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম অসুস্থ বোধ করলে বিবাদীদ্বয় অজ্ঞাত নামা একটি অটোতে করে ভিকটিমকে বাসায় পাঠিয়ে দেয়। ভিকটিম অনুমানিক রাত ১১টায় সময় বাসায় এসে ঘটনাটি ভিকটিমের ভাই বাদী ইব্রাহিম হাওলাদার কে জানায়। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।








































আপনার মতামত লিখুন :