সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি তৃণমূল বিএনপি করবো না; তবে আমি রাজনীতি করবো। রাজনীতি আমি ছাড়বো না। আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস। আমি জনসাধারণের কর্যাণে রাজনীতি করবো।
এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আপাতত দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে তৃণমূল করবো না। আগে যেমন আমি গণমানুষের রাজনীতি করেছি এখনও এটাই করবো।
তৈমূর তৃণমূল বিএনপির মহাসচিব ছিলেন। এর আগে তিনি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন।
তিনি আরও বলেন, নাজমুল হুদা স্যার মৃত্যুশয্যায় আমাকে বলেছিলেন তৃণমূলের হাল ধরার জন্য। তখন আমি সে মুহূর্তে না করতে পারিনি। তাই তৃণমূল করেছিলাম। আমি তার কথা রেখেছি। নাজমুল হুদা বিএনপির গঠনতন্ত্র লিখতে সহায়তা করেছেন। তিনিও জাতীয়তাবাদী লোক ছিলেন। বিএনপির গঠনতন্ত্রের সাথে তৃণমূল বিএনপির গঠনতন্ত্র মিল ছিলো। সে সময় আমি তৃণমূল বিএনপি করলেও নীতিগতভাবে আদর্শগতভাবে জাতীয়তাবাদী লোক। আমি ভারতীয় আধিপত্যবাদী বিরোধী এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী।
তৈমূর বলেন, আমি আগে যেমন মেহনতি মানুষের কল্যাণে কাজ করেছিলাম এখনও সেই মেহনতি মানুষের পক্ষে কাজ করবো। তবে এজন্য নির্বাচন করতে হবে না। এই দেশে নির্বাচনের পরিবেশ নাই। নির্বাচনের পরিবেশ চলে গেছে পূজিপতিদের কাছে শিল্পপতিদের কাছে ভূমিকদস্যুদের কাছে। এদেশের রাজনীতির নিয়ন্ত্রণ চলে পুজিপতিদের হাতে ব্যাংক লুটেরাদের কাছে। আমাদের মতো পেশাজীবীদের জন্য নির্বাচন করা সম্ভব না।
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, এদেশের রাজনীতিতে নমিনেশন প্রক্রিয়া সম্মানজনক না। ত্যাগের কোনো মূল্য নেই। টাকার মূল্য অনেক বেশি। যার টাকা আছে তার দিকে প্রশাসন রাজনৈতিক দল তাকিয়ে থাকে। সংস্কার আনতে হবে নির্বাচন কমিশনে না; সংস্কার আনতে হবে রাজনৈতিক দলে; সংস্কার আনতে হবে জনগণের মন মানসিকতায়। জনগণকে চাইতে হবে।


































আপনার মতামত লিখুন :