ফতুল্লর বক্তাবলী ঘাটে ধলেশ্বরী নদীতে ফেরি পারাপারের সময় ট্রাকের ধাক্কায় যানবাহন নদীতে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
রোববার (২১ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বক্তাবলীতে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনটি তাজা প্রাণ ঝরে যাওয়ার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও স্তব্ধ। নিহত রফিক, স্বাধীন ও মাসুদের অকাল মৃত্যু তাঁদের পরিবারের জন্য অপূরণীয় এক ক্ষতি। বিশেষ করে জীবিকার সন্ধানে বের হওয়া মানুষগুলোর এভাবে চলে যাওয়া মেনে নেওয়া অত্যন্ত কষ্টের। আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাঁদের জান্নাতবাসী করেন এবং শোকাতুর স্বজনদের এই কঠিন শোক সইবার শক্তি দান করেন।
তিনি আরও বলেন, ফেরি পারাপারের ক্ষেত্রে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। চালকের অসতর্কতা বা অব্যবস্থাপনার কারণে এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক এবং নিখোঁজদের পরিবারের পাশে দাঁড়ানো হোক।
উল্লেখ্য, শনিবার রাতে বক্তাবলী ঘাটে ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ সচল হয়ে সামনে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দিলে সেগুলো নদীতে পড়ে যায়। এ ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এলাকায় বর্তমানে শোকের ছায়া বিরাজ করছে।







































আপনার মতামত লিখুন :