একের পর এক নাটকীয়তা নিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশি অদল বদলে সংবাদে হতাশ নেতাকর্মীরা। দলের মনোনীত প্রার্থী নিয়ে মহানগর বিএনপি ও ইউনিট কমিটি নেতারা একেক এক দিক ছুটছে।
৩ নভেম্বর নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত হন নব্য যোগদানকারী মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। এরপর থেকে মহানগর বিএনপি ও সদর-বন্দর থানা উপজেলা শীর্ষ পর্যায়ে নেতাদের মধ্যে মনোনীত প্রার্থীর সমর্থন ও অপেক্ষা ছিলো গত দেড় মাস। এরই মধ্যে গত ১৬ ডিসেম্বর নিরাপত্তা শঙ্কা নিয়ে পারিবারিক চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষনা দেন মাসুদুজ্জামান। এতে মাঠ গুছিয়ে নেয়া নেতাদের মধ্যে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে মহানগর বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের চাপে ১৯ ডিসেম্বর আবারো নির্বাচনে ফেরার ঘোষনা দেন মাসুদুজ্জামান।
১৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খানকে নারায়ণগঞ্জ-৫ আসনে দলের প্রাথমিক মনোনয়ন দেয়ার ইঙ্গিত দেয় দলের হাইকমান্ড। এতে গত ১৯ ডিসেম্বর রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে মাসুদুজ্জামান স্থলে সাখাওয়াত হোসেন খানকে সবুজ সংকেত দেয়া হয়। ২০ ডিসেম্বর শুলশানে ২৭২টি আসনে মনোনীত প্রার্থীদের কর্মশালায় যোগ দেন তিনি। দলীয় নেতাদের নিয়ে তার যোগদানে আবারো নারায়ণগঞ্জ-৫ আসনে আলোচনা তুঙ্গে।
জানা গেছে, স্থায়ী কমিটির সভা শেষে সাখাওয়াত হোসেন খানের সাথে ছিলেন মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি আবুল কালাম ও আবু জাফর আহম্মেদ বাবুল। তাদেরকেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার সবুজ সংকেত পড়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে আগামী বছর ২০ জানুয়ারি প্রার্থী প্রত্যাহার শেষ সময়ের আগে প্রত্যাশি চার প্রার্থী মধ্যে একজনকে বিএনপি মনোনীত করে ঘোষনা দিবেন।
মনোনয়ন বঞ্চিত কয়েক সমর্থক জানিয়েছেন, নারায়ণগঞ্জ-৫ আসনে প্রাথমিকভাবে ঘোষিত মাসুদুজ্জামান মাসুদের নাম চূড়ান্ত তালিকায় ছিলেন। কিন্তু বিএনপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতা অবগত না করে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ঘোষনা রীতি দলের প্রার্থী ঘোষনা বৃদ্ধাঙ্গল দেখিয়েছেন। পুরো দেশ ও বিদেশে মাসুদুজ্জামানের এমন কান্ডে রীতি সমালোচিত হয়েছেন। যার কারণে তারেক রহমান ইতোমধ্যে মাসুদুজ্জামান বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এতে করে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খানকে দলের টিকেটের সবুজ সংকেত দেয়া হয়েছে। আনুষ্ঠানিক ঘোষনার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের কর্মশালা যোগ দিয়েছেন সাখাওয়াত। এর মাধ্যমে নারায়ণগঞ্জ-৫ আসনে কে হচ্ছেন বিএনপি প্রার্থী সেই জন্য আগামী ২০ জানুয়ারি মধ্যে পরিস্কার হতে যাচ্ছে।


































আপনার মতামত লিখুন :