ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে এনে নাগরিক অধিকার নিশ্চিত করব, ইনশাল্লাহ। নারায়ণগঞ্জ একটি জনবহুল এলাকা। শহরে যানজট নিরসন করা সহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধান করব। শিল্প নগরী নারায়ণগঞ্জে মহিলা শ্রমিকদের নিরাপত্তা, শ্রমিকের যথাযথ অধিকার নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালাবো। চিকিৎসার মান উন্নয়নের জন্য সেবাবান্ধব একটি হসপিটাল প্রতিষ্ঠা করব।
রবিবার দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ রাসেল পার্কে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সংসদ সদস্য প্রার্থী হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি উপরোক্ত কথা বলেন।
শিক্ষার মান উন্নয়ন ও ব্যবসায়ীদের সম্পর্কে তিনি বলেন, স্কুল, কলেজে, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন করা হবে। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। তাছাড়াও ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে সেই ব্যাপারে চাঁদাবাজমুক্ত নগরী করার কার্যকরী পদক্ষেপ নেব ইনশাল্লাহ।
নির্বাচনকে ঘিরে কোন প্রতিবন্ধকতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওসমান হাদি এর মত একজন ব্যক্তিত্বকে নির্বিচারে গুলি করে হত্যা করা হল। এখানে নিরাপত্তার ব্যাপারে আমরা শংকিত। এজন্য প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।


































আপনার মতামত লিখুন :