জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরী উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল ও চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে ও সেক্রেটারি আনাস আহমদের পরিচালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন ছাত্র মজলিস কেন্দ্রীয় ঢাকা জোন সদস্য তৌফিক বিন হারিছ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সহ- সাধারণ সম্পাদক মুফতি আব্দুল গনি, ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি ফজলে রাব্বি, সদর থানা সভাপতি মুহাম্মদ শাকিল, ফতুল্লা থানা সভাপতি মুহাম্মদ কামরুল হাসান মিরাজ, তোলারাম কলেজ ইউনিট সভাপতি মুহাম্মদ সিয়াম আহমদ, মুযযাম্মিল, তালহা ওআশরাফুল প্রমুখ।
শাহনেওয়াজ বলেন- গণঅভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল একটি নতুন ভোরের। একটি নতুন বাংলাদেশের। কিন্তু আজো আমরা দেখছি বিচারহীনতার সংস্কৃতি। যারা নির্বিচারে আমাদের ভাই-বোনদের হত্যা করেছে, তাদের বিচার এখনো হয়নি। আমরা স্পষ্ট করে বলতে চাই, শহিদের রক্ত বৃথা যেতে দেবো না। এই হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। প্রতিটি হত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আমরা একটি নতুন রাষ্ট্র গঠনের পথে হাঁটছি, যার ভিত্তি হবে জুলাই সনদ। এই সনদ কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটি জনগণের আকাক্সক্ষার প্রতিচ্ছবি। এটি সেই সনদ, যা আমাদের অধিকার এবং আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। এই সনদ শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি আমাদের সম্মিলিত আন্দোলনের ফসল। এই সনদকে কার্যকর করতে হবে। সরকার এবং সকল রাজনৈতিক দলকে জনগণের সামনে এই সনদ বাস্তবায়ন করার অঙ্গীকার করতে হবে।
আপনার মতামত লিখুন :