বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল। জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান ও সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে নতুন কোর্ট এলাকা থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া গিয়ে মিছিলটি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, এক দুইটি সংগঠন আছে যারা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন তারা মুখে লাগাম দেন। যারা বক্তব্য দেন তাদের বাড়িঘর চিনি। বক্তব্য শালিনভাবে দিবেন না হলে জিভ টেনে ছিঁড়ে ফেলার হুশিয়ার দেন। আমরা কিন্তু বিগত ১৬ বছর নারায়ণগঞ্জের আলোচিত গডফাদারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি।
এর আগে জেলার উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন।
আপনার মতামত লিখুন :