News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

কেউ কারো উপর কর্তৃত্ব ফলাতে চাইবে না এমন বাংলাদেশ চাই : ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৭:১৫ পিএম কেউ কারো উপর কর্তৃত্ব ফলাতে চাইবে না এমন বাংলাদেশ চাই : ডিসি

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জুলাই আন্দোলনে শহীদদের শুধু স্মরণ করলেই হবেনা, তাদের আদর্শ বাস্তবায়নের শপথ নিতে হবে। জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারা দেশ ও সমাজের বৈষম্য দূর করতে চেয়েছিলেন। আমরা যদি সেই চেতনা ধারণ করতে পারি তাহলে শহীদদের আত্মত্যাগ আমাদের  প্রেরণা হয়ে থাকবে। একটি সিস্টেমে যেখানে সকলে সমানভাবে কাজ করবে, কেউ কারো উপর কর্তৃত্ব ফলাতে চাইবে না এমন বাংলাদেশ গড়তে পারলেই জুলাই শহীদদের আত্মত্যাগ সফল হবে।

শুক্রবার ১৮ জুলাই সকাল ৭টায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নারায়ণগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ‘জুলাই প্রতীকী ম্যারাথন’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন উড়িয়ে প্রতীকী এই ম্যারাথনের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে চাঁদমারি নতুন রাস্তা ঘুরে শহরের হাজীগঞ্জ এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে দেড় কিলোমিটার দীর্ঘ ম্যারাথনটি শেষ হয়। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২৮০ জন অংশগ্রহণ করেন।

প্রতীকী মিনি ম্যারাথনে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, সহ-সেক্রেটারি নাসির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক ফারদিন শেখ।

জেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এই প্রতীকী মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।

Islam's Group