News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয়নি : নাহিদ ইসলাম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৯:৪৭ পিএম নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয়নি : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুথানের পর বলেছিলাম বাংলাদেশ রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে। এই দেশ যে সিস্টেমে চলে এর পরিবর্তন ঘটাতে হবে। এই সিস্টেমের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই নারায়ণগঞ্জ। যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার ছিল। নারায়ণগঞ্জের যে সিস্টেম এই একই সিস্টেমে পুরো দেশ এতোদিন পরিচালিত হয়েছিল। নারায়ণগঞ্জে কয়েকটি পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করে এসেছিল। এই নিয়ন্ত্রণ করতে গিয়ে তারা দখলদারিত্ব করেছে, চাঁদাবাজি করেছে, গুম করেছে, সন্ত্রাসী করেছে। এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলবো না। এই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমরা গণঅভ্যুথান করেছিলাম। তাই খেলার নিয়ম বদলাতে হবে। কিন্তু আমরা জানি খেলার নিয়ম এখনো বদলায় নি। নারায়ণগঞ্জে এখনো খেলা বন্ধ হয় নি। এই খেলা বন্ধ করার জন্য আরেকটি গণঅভ্যুথানের জন্য প্রস্তুতি নেন। 

শুক্রবার ১৮ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ন্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির পথসভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রা’র তোরণ পুড়িয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসীরা আজকের গণজোয়ার বন্ধ করতে এই ঘটনা ঘটিয়েছে। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জবাসী বুকের রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। এই নারায়ণগঞ্জকে রক্ষা করেছিল। এদিকে নারায়ণগঞ্জ ওইদিকে সাভার আশুলিয়ায় প্রতিরোধ তৈরি হয়েছিল বলেই ঢাকার মানুষ রাজপথে নেমে আসতে পেরেছিল। তাই আমরা নারায়ণগঞ্জকে শ্রদ্ধা করি। গণঅভ্যুথানের ইতিহাসে এই নারায়ণগঞ্জের নাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে। 

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।
  

Islam's Group