News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

অপরিপক্কভাবে বিএনপিকে নিয়ে কথা বলা হচ্ছে : জোসেফ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:৩৫ পিএম অপরিপক্কভাবে বিএনপিকে নিয়ে কথা বলা হচ্ছে : জোসেফ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী শহরের মন্ডলপাড়া থেকে চাষাঢ়া পর্যন্ত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এর আগে মিছিলকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মন্ডলপাড়া এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে বিশাল জমায়েতে পরিণত হয়। পরবর্তীতে মন্ডলপাড়ায় থেকে বিশাল একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলপূর্ব সমাবেশে কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, বাংলাদেশের ইতিহাস থেকে বিএনপিকে কখনও চিহ্ন করা যাবে না। কারণ বিএনপির জন্ম গণতন্ত্রের মধ্যে গণন্ত্রতন্ত্রের জন্য। জিয়াউর রহমানের আগে যারা রাষ্ট্রপ্রধান ছিলো তারা গণতন্ত্রকে কবর দিয়েছিলো। কিন্তু জিয়াউর রহমান এসে বহু দলীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিএনপি সর্বদা জনগণের সাথে ছিলো জনগণের সাথেই আছে।

তিনি আরও বলেন, যারা অপরিপক্কভাবে বিএনপিকে নিয়ে কথা বলে জিয়াউর রহমানের মর্যাদা নিয়ে কথা বলে তারেক জিয়ার মর্যাদা নিয়ে কথা বলে আমরা তাদের শিশুসুলভ আচরণের অংশ হিসেবেই দেখছি। কারণ জিয়াউর রহমানের ছবি তারেক রহমানের ছবি পদদলিত করা হয়েছে। কিন্তু সারা বাংলাদেশে জাতায়বাদী যুবদলের কোথাও হামলা হয়নি।

যুবদলের নেতাকর্মীদের ধৈয্য ধরার আহবান জানিয়ে জোসেফ বলেন, তারেক রহমান বলেছেন একটি সংসারে যারা বড়ভাই তাদের অনেক কিছু সহ্য করতে হয়। অনেক কিছু মেনে নিতে হয়। আমরা ধৈর্য ধরেছি। আমরা সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ধৈর্য ধারণ করবো।

এসময় উপস্থিত ছিলেন জুয়েল প্রধান, আমির হোসেন, জুয়েল রানা, আক্তারুজ্জামান মৃধা, শফিকুল আলম মুক্ত, আতিকুর রহমান সবুজ, মনা,  হাজী সাইদ, আল আমিন, আলফু প্রধান, সাইদ মুন্শি, সোহেল, নূর আলম খন্দকার, মান্নান, শাহীন ঢালী, দুলাল, মিন্টু, মঈনুল, রুবেল, মোস্তাফিজুর রহমান রাহার, আক্তার, সুমন ভূইয়া, শাকিল, শাহজালাল, অলক, মাসুম, আলমগীর, আল মামুন, রহিম, সুজন, বাদল, লিটন, পায়েল হোসেন আকাশ, কামাল, মাসুদ, ওসমান গনি, মুসা, আলআমিন, আব্দুর রহমান, জাহাঙ্গীর, ইসলাম, কাজল, মুন্না, রনি চৌধুরী, শাহআলম, হারুন, শান্ত, রুবেল ও সানি প্রমুখ।

Islam's Group