News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

গিয়াস ঠেকাতে কাশেমীকে সমর্থন শামীম ওসমানের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৯:৫৭ পিএম গিয়াস ঠেকাতে কাশেমীকে সমর্থন শামীম ওসমানের

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পরপরই আত্মগোপনে যান নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান। এখনো তিনি কোন দেশে অবস্থান করছেন, তা স্পষ্ট নয়। তবে, তিনি যে দেশের বাইরে থেকেই নারায়ণগঞ্জের রাজনীতিকে নিজের মতো করে চালানোর অপচেষ্টায় ব্যস্ত তা একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আর তার এই চেষ্টার কেন্দ্রে রয়েছে একটাই লক্ষ্য নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনকে যেকোনো মূল্যে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দেশছাড়া শামীম ওসমান স¤প্রতি জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও আলোচিত এমপি প্রার্থী মাওলানা মনির হোসাইন কাসেমীর ঘনিষ্ঠ অনুসারীদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দীর্ঘসময় আলাপ করেছেন। এই ফোনালাপে কাসেমীকে সরাসরি বলেন “যেকোনো মূল্যে এবার কাশেমীকে এমপি হতে হবে।” তার এই কথার মূল বার্তা ছিল গিয়াস উদ্দিনকে আটকে রাখা, মাইনাস করে মাঠ থেকে ছিটকে দেওয়া।

একসময় শামীম ওসমানের প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকা কাসেমীর অনুসারীরা এখন সেই একই লক্ষ্য বাস্তবায়নে রাজি হয়েছেন বলে জানা গেছে। যার বড় প্রমাণ শামীম ওসমানের অনুসারীদের সঙ্গে কাসেমী ও তার ঘনিষ্ঠদের নিয়মিত যোগাযোগ এবং সাংগঠনিক বোঝাপড়া।

এছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের যেসব কর্মী এলাকাতে অবস্থান করছেন তাদের কাছেও নানাভাবে বার্তা পৌছে দেওয়া হচ্ছে।

কাসেমীর সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাওলানা ফেরদাউসুর রহমান যিনি শামীম ওসমানের আস্থাভাজন ‘ছোট ভাই’ হিসেবে পরিচিত। তাদের এই আঁতাতের অন্যতম কুশীলব।

শুধু গোপন আঁতাত নয়, রাজনীতির মাঠেও কৌশলগতভাবে বক্তব্য দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কাসেমী। গত ২৬ জুলাই শহরের অক্টোবর অফিস সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ফতুল্লা থানা প্রতিনিধি সম্মেলনে কাসেমী বলেন “গত ২০ বছরে যত উন্নয়ন হয়েছে, আমি নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে সেই রেকর্ড ভেঙে দেব ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন “নির্বাচনের প্রয়োজনে কার সঙ্গে জোট হবে সেটা দল ঠিক করবে। আমি একাও চলতে পারি, জোটও হতে পারে।” এই বক্তব্য থেকেই পরিষ্কার, কাসেমী যে কোনো দলের হয়ে নির্বাচন করতে প্রস্তুত। শুধুমাত্র গিয়াস উদ্দিনকে ঠেকাতে পারলেই হলো।

এদিকে এসব বিষয়ে প্রশ্ন উঠছে গিয়াস উদ্দিনকে এত ভয় কেন শামীম ওসমানের? তার উত্তর ইতিহাসেই মেলে। আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জে একমাত্র নেতা যিনি শামীম ওসমানের চোখে চোখ রেখে লড়েছেন, তিনি গিয়াস উদ্দিন। বাকিরা যেখানে ভয়ে চুপ থেকেছেন, শামীমের সঙ্গে আঁতাত করে রাজনীতিতে ছিলেন সক্রিয়, সেখানে গিয়াস ছিলেন দৃঢ়চেতা ও আপসহীন। যার মাশুল তাকে দিতে হয়েছে একের পর এক মিথ্যা মামলা, রাতের অন্ধকারে পুলিশি হয়রানি এবং পরিবারের নিরাপত্তাহীনতা। তবুও দমেননি গিয়াস। বরং ২০২২ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব নিয়ে তিনি ঢেলে সাজিয়েছেন নারায়ণগঞ্জের রাজনীতি। তাঁর নেতৃত্বে একসময় মৃতপ্রায় জেলা বিএনপি সংগঠিত হয়েছে নতুন করে। প্রতিটি আন্দোলন, সভা-সমাবেশে চোখে পড়ার মতো ছিল সাধারণ মানুষের উপস্থিতি। এর চেয়ে বড় বিষয় এই শামীম ওসমানকে হারিয়েই ২০০১ সালে এমপি হয়েছিল গিয়াস উদ্দিন।

এই কারণেই গিয়াস এখন শামীম ওসমানের এক নম্বর রাজনৈতিক শত্রু। ওসমান জানেন এই আসনে যদি গিয়াস এমপি হন, তাহলে নারায়ণগঞ্জে তার ‘সাম্রাজ্য’ ধসে পড়বে। আর অন্য কেউ এমপি হলে, তিনি বিদেশে থেকেও রাজনীতিতে নিয়ন্ত্রণ রাখতে পারবেন। তাই গিয়াসকে বাদ দিয়ে কাসেমী বা অন্য কাউকে সামনে আনা ওসমানের জন্য ‘সহজ সমীকরণ’।

এর আগে ২০১৮ সালে জোটের স্বার্থে বিএনপির হয়ে মনোনয়ন পেয়েছিলেন মনির কাসেমী, যার কারণে দলটির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। সে সময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শাহ আলম পদত্যাগও করেছিলেন। এখন সেই শাহ আলম এবং বর্তমান জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ উভয়েই প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এই বিভাজনের সুযোগ নিয়েই কাসেমীকে আবার বিএনপি থেকে মনোনয়ন পেতে সহায়তা করছে শামীম ওসমানপন্থীরা। শুধু গিয়াসকে প্রতিদ্বন্দ্বি থেকে সরিয়ে দিতে।

এদিকে সবকিছু মিলিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন যেনো এক দাবার বোর্ড। একদিকে বিদেশে পালিয়ে থাকা শামীম ওসমান, অন্যদিকে তার ‘পিওন’ হয়ে ওঠা মনির কাসেমী, আর মাঝখানে সাহসিকতায় ইতিহাস গড়া গিয়াস উদ্দিন। এখন দেখার বিষয় রাজনীতির এই ক‚টকৌশলের মাঝেও গিয়াস শেষপর্যন্ত দল ও জনগণের সমর্থনে টিকে থাকতে পারেন কিনা। তবে এতটুকু নিশ্চিত, তার বিপক্ষে ছোড়া প্রতিটি চাল যেন শামীম ওসমানের রাজনৈতিক ভীতির প্রতিচ্ছবি।

Islam's Group