News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

অনুসারীদের ফেলে জাপানে পরিবার নিয়ে আলিশান জীবনে ফজর আলী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৯:৪৬ পিএম অনুসারীদের ফেলে জাপানে পরিবার নিয়ে আলিশান জীবনে ফজর আলী

এক সময় যাদের দিয়ে সমগ্র ইউনিয়ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে গোগনগরকে নিজের আলাদা সাম্রাজ্য গড়ে তুলে ছিলো গোগনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজর আলী। সেই সন্ত্রাসী বাহিনী ও কর্মীদের ফেলে ফজর আলী এখন জাপানে পরিবার নিয়ে আলিসান জীবন যাপন করছে। আর তার নিয়ন্ত্রণে থাকা বাহিনীর সদস্যরা এখন অনেকেই হত্যা সহ বিভিন্ন মামলার আসামি হয়ে ফেরারি জীবনযাপন করছে। কেউ কেউ আবার ভোল পাল্টে বিএনপির সাথে মিশে বনে গেছে বিএনপি নেতা।

জানা গেছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর পালিয়ে যায় ক্ষমতাসীন দলের এমপি, মন্ত্রী, স্থানীয় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও। নারায়ণগঞ্জেও এমন ঘটনার ব্যতিক্রম ঘটেনি। ৫ আগস্টের পর গোগনগর এলাকায় নিজ বাসা থেকে অ্যাম্বুলেন্সে করে পালিয়ে যাওয়ার গুঞ্জন রয়েছে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী। সব শেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি গোগনগর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটরসাইকেল প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জসিম উদ্দিনকে বিপুল ভোটে পরাজিত করেছিলেন। অভিযোগ রয়েছে ফজর আলীর এই বিশাল জয়ের পেছনে ছিল নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অদৃশ্য আর্শীবাদ। পাশাপাশি তার ছেলে ইফতেনান ওসমান অয়ন এর সরাসরি সম্পৃক্ততা। অয়ন ওসমানের ক্যাডার বাহিনীকে নিজের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে কেন্দ্র দখল পর্যন্ত ফজর আলীকে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন অয়ন ওসমান। যে কিনা ২০২৪ সালের ১৯ জুলাই নারায়নগঞ্জ আন্দোলনরত ছাত্র জনতার উপর কেজিএফ স্টাইলে অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করেছে। যে গুলি বর্ষণের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় তুলে। চেয়ারম্যান থাকাকালীন আওয়ামী লীগের শাসনামলে ফজর আলী ছিলেন গোগনগর ইউনিয়নের মুকুল হীন রাজা। তার নিয়ন্ত্রণে ছিল ইউনিয়নের সকল ব্যবসার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিচার ব্যবসা এহেন কোন অপরাধ কর্মকান্ড ছিলনা যেটির নিয়ন্ত্রণে ফজর আলীর হাত ছিলো না।

আর এসব কিছুর নিয়ন্ত্রণ করতো ফজর আলীর অর্থায়নে পৃষ্ঠপোশক করা বিচ্ছু বাহিনীর মাধ্যমে। এলাকার আধিপত্য নিয়ে এই বাহিনীর হাতে একাধিক খুন এবং পাল্টা খুনের ঘটনাও ঘটেছে।

সম্প্রতি চেয়ারম্যান ফজর আলী প্রথম স্ত্রীর (জাপান নাগরিক) ঘরের বড় ছেলের সাথে একটি ছবি নিজের ইমো আইডিতে স্টোরিতে পোস্ট করেছেন। ফজর আলীর পরিচিত ব্যক্তিদের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তার সাথে থাকা ছেলেটি তার প্রথম স্ত্রীর ঘরে বড় সন্তান এবং তারা বর্তমানে জাপানে অবস্থান করছেন। সেই অর্থে এটা নিশ্চিত হওয়া যায় যে ফজর আলী নিজেও বর্তমানে জাপানে অবস্থান করছেন।

ফজর আলীর এই ছবি দেখে অনেককেই মন্তব্য করেছেন যাদের দিয়ে ফজর আলী গোগনগর এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড করিয়েছেন, আবার যাদের দিয়ে নির্বাচনী কাজ করিয়েছে, মিছিল মিটিং সভা সমাবেশ করেছেন তাদেরকে বিপদে ফেলে ফজর আলী জাপানে বসে আলিশান জীবন যাপন করছে। আর কর্মীরা মামলার আসামি হয়ে পলাতক ফেরারী জীবনে পরিবার থেকে দূরে রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর ফজর আলীর বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টা, আন্দোলনকারীদের উপর গুলি বর্ষণ সহ একাধিক মামলার হয়েছে। গণঅভ্যুত্থানের পর থেকে ফজর আলীর কোন হদিস এলাকাবাসী বলতে পারেনি।

Islam's Group