নারায়ণগঞ্জে পছন্দের প্রার্থীকে নির্বাচনী মনোনয়ন না দেয়া হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘেরাও করার ঘোষণা দেয়া নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
মঙ্গলবার ২৯ জুলাই দলীয় প্যাডে এক বিবৃতিতে এই বহিষ্কারাদেশ প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিবৃতিতে বলা হয়, দলীয় শৃংখলা ভঙ্গ ও নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ফতুল্লা থানা বিএনপির সদস্য লুৎফর রহমান খোককে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সোনালী সংসদ মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে বিতর্কিত মন্তব্য করেন তিনি।
এদিন তার বক্তব্যে বলেন, ‘শাহ আলমের (নারায়ণগঞ্জ ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী) জন্য আমরা নমিনেশন আনবো। প্রয়োজনে আমরা আত্মহুতি দেবো কেন্দ্রীয় অফিসের সামনে। তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে ও বিএনপির মহাসচিবকে ঘেরাও করবো। বিএনপির সর্বোচ্চ মহলকে পরিস্কার ভাষায় বলতে চাই, ফতুল্লাকে নিয়ে যদি কোন ষড়যন্ত্র করা হয়, তাহলে কাউকে ছাড়া হবে না।
তিনি আরও বলেন, ‘এখানে কোন জোট চলবে না। এই খেলা আর খেলবেন না। ধানের শীষ ছাড়া ফতুল্লায় কিছু চলবে না। ফতুল্লার জনগনের আবেগ, আশা আকাক্সক্ষা নিয়ে ছিনিমিনি খেলবেন না। ফতুল্লার মানুষদের প্রিয় নেতা শাহ আলমকে বাদ দিয়ে এখানে কোন সিদ্ধান্ত নেয়া মানেই জনগনের সাথে বিশ্বাসঘাতকতা।’
নিজের মন্তব্যটি সঠিক হয়নি বিষয়টি স্বীকার করে লুৎফর রহমান খোকা বলেন, ‘মন্তব্যটি স্লিপ অফ টাং বলতে পারেন। নারায়ণগঞ্জ ৪ আসনের প্রায় ৮০ ভাগ ভোটার বিএনপির। এখানে যদি জোটের অন্য কাউকে দেয়া হয় তাহলে সেটা ভোটারদের জন্য কষ্টদায়ক। বিষয়টি কেন্দ্রকে বোঝাতে গিয়ে একটু বেশি বলে ফেলেছি। এটা আমার ঠিক হয়নি।'
আপনার মতামত লিখুন :