News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থীতার আভাস বিএনপিতে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৯:৫৯ পিএম মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থীতার আভাস বিএনপিতে

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থী তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। পুরোনো প্রার্থীদের সাথে সাথে নতুন প্রার্থী হয়ে সামনে আসা নেতাদের নিয়ে দলে চলছে চুলচেরা বিশ্লেষণ ও চাপা উত্তেজনা। ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে অনেকেই তৎপর হয়ে উঠেছেন, তবে মনোনয়ন না পেলে দলের ভেতরেই বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে নেতাদের আচার আচরণ ও কথাবার্তায়। যা সহজেই বুঝে নিয়েছেন অনুসারী ও কর্মীরা। 

সূত্র বলছে, নারায়ণগঞ্জের যেসব আসনে একাধিক প্রভাবশালী নেতার দৌড়, সেখানে মনোনয়ন বঞ্চিতদের তালিকা দীর্ঘ হবে। অন্য প্রার্থীদের সন্তুষ্ট করতে না পারলে প্রার্থীরা দাঁড়িয়ে যাবে বিদ্রোহী হয়ে। এছাড়া দীর্ঘদিন ত্যাগ স্বীকার করে রাজনীতি করা নেতারা যখন দেখছেন সুসময়ের প্রার্থীরা হাজির, তখন মধ্যে ক্ষোভ বাড়ছে। সবশেষ ২০১৮ সালের নির্বাচনে প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ থাকায় বিদ্রোহী হবার সাহস দেখায় নি কেউ। কিন্তু এখন আওয়ামী লীগ না থাকায় প্রার্থীরা বিদ্রোহী হতে পারেন বলে শংকা রয়েছে। 

দলীয় সূত্র বলছে, বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থিতা চ‚ড়ান্ত করতে নানা দিক বিবেচনা করলেও সব পক্ষকে সন্তুষ্ট করা কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে কিছু এলাকায় পোস্টার, ব্যানারে একাধিক নেতার প্রচারণা চোখে পড়ছে। খরচ করতে শুরু করেছেন কাড়ি কাড়ি টাকা। শেষ সময়ে মনোনয়ন না পেলে এই প্রচার প্রচারণা শেষতক বিদ্রোহী প্রার্থিতার দিকে এগোতে পারে বলে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকার এক মন্তব্য নিয়ে চুলচেরা বিশ্লেষন করেছেন রাজনৈতিক বোদ্ধারা। তার এই বক্তব্যে বিদ্রোহী প্রার্থীরা ইঙ্গিত মিলেছে বলে মন্তব্য করেছেন অনেকেই। যদিও সমালোচনা শুরু হতেই তিনি ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন। তবে খোকা একা নন, জেলার প্রায় প্রতিটি আসনেই তার মত অসংখ্য নেতাকর্মী রয়েছেন যারা নিজ পছন্দের প্রার্থীর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। 

গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় সোনালী সংসদ মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, ‘শাহ আলমের জন্য আমরা নমিনেশন আনবো। প্রয়োজনে আমরা আত্মহুতি দেবো কেন্দ্রীয় অফিসের সামনে। তারেক রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে ও বিএনপির মহাসচিবকে ঘেরাও করবো। বিএনপির সর্বোচ্চ মহলকে পরিস্কার ভাষায় বলতে চাই, ফতুল্লাকে নিয়ে যদি কোন ষড়যন্ত্র করা হয়, তাহলে কাউকে ছাড়া হবে না। 

তিনি আরও বলেন, ‘এখানে কোন জোট চলবে না। এই খেলা আর খেলবেন না। ধানের শীষ ছাড়া ফতুল্লায় কিছু চলবে না। ফতুল্লার জনগনের আবেগ, আশা আকাক্সক্ষা নিয়ে ছিনিমিনি খেলবেন না। ফতুল্লার মানুষদের প্রিয় নেতা শাহ আলমকে বাদ দিয়ে এখানে কোন সিদ্ধান্ত নেয়া মানেই জনগনের সাথে বিশ্বাসঘাতকতা।’ 

এদিকে জেলা বিএনপির আরেক নেতা গিয়াস উদ্দিন নারায়ণগঞ্জ ৪ আসনের পাশাপাশি নারায়ণগঞ্জ ৩ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। সেই সাথে ঘোষণা করেছেন দল চাইলে জেলার যেকোন আসন থেকেই নির্বাচন করতে প্রস্তুত তিনি। অর্থাৎ যেকোন একটি আসনে তিনি মনোনয়ন পেতে মরিয়া হয়ে আছেন। শেষতক কোন আসনেই মনোনয়ন না দেয়া হলে তিনি স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে যেতে পারেন এমন শঙ্কায় আছেন অনেকে। 

মহানগর বিএনপির শীর্ষ এক নেতা বলেন, কেউ যদি দল থেকে মনোনয়ন না পায়, তাহলে স্বাধীনভাবে নির্বাচন করার কথা হয়তো কেউ কেউ ভাবছে। তারা চাইবে তাদের নিজ এলাকার জনপ্রিয়তা কাজে লাগাতে। তবে দলীয় স্বার্থে দলের সিদ্ধান্ত মেনে নেয়াই হবে দলের জন্য সঠিক সিদ্ধান্ত। কারন আমরাই বলি ব্যক্তির চেয়ে দল বড়। 

তিনি আরও বলেন, দলীয় হাইকমান্ড যদিও বারবার বলে আসছে যে, শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া হবে। তবে যেভাবে অব্যহত বহিস্কার করার পরেও নিয়ন্ত্রণে নেয়া যাচ্ছে না অনেক অপকর্ম। সেদিক থেকে নির্বাচন এলে দল বিদ্রোহী প্রার্থীদের সামাল দিতে পারবে কিনা তা নিয়ে শংকা থেকেই যায়। চোখের সামনে একদিকে ব্যবসায়ী মাসুদুজ্জামান কোমড় বেধে নামছেন। অন্যদিকে তার দেখাদেখি নির্বাচনের মাঠে নামার তোড়জোড় শুরু করেছেন আরেক ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল। এছাড়া অন্যান্য বিএনপি নেতারা তো আছেই।

বিশ্লেষকরা বলছেন, বিএনপি যদি তাদের দলীয় শৃঙ্খলা নিয়ন্ত্রন করতে পারে তাহলেই তাদের দ্বারা নির্বাচনী বিদ্রোহ দমন করা সম্ভব। তবে যেভাবে নিয়ন্ত্রনহীন হয়ে পড়েছে, তাতে নির্বাচনে একক অবস্থান ধরে রাখা কঠিন হবে। এতে দলীয় ভোট বিভক্ত হয়ে পড়ার আশঙ্কাও তৈরি হবে, যা শেষ পর্যন্ত দলের মূল প্রার্থীকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

Islam's Group