News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

চমক নিয়ে মাঠে নামবেন শাহ আলম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫, ০৯:১৭ পিএম চমক নিয়ে মাঠে নামবেন শাহ আলম

নারায়ণগঞ্জের নির্বাচনী আসনগুলোতে অধিকাংশ প্রার্থীরা স্বশরীরে কিংবা নেতাকর্মীদের মাধ্যমে মাঠে নামলেও পিছিয়ে আছেন ২০০৮ সালে নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া ব্যবসায়ী নেতা শাহ আলম। নেতাকর্মীদের মতে, তিনি এখনও মাঠে নামেননি। তবে নামবেন সঠিক সময় বুঝে। নির্বাচনী মাঠে না নামলেও ভেতরে নিজ নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন প্রতিনিয়ত।

নারায়নগঞ্জের এই ব্যবসায়ী নেতা এককালে ব্যাপক প্রভাব বিস্তার করেছেন বিএনপিতে। জেলা বিএনপির বর্তমান আহবায়ক মামুন মাহমুদকে বড় পদে নিয়ে আসা, বিএনপির কমিটি নিয়ন্ত্রণ করা, বর্তমান জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে ছাত্রদলের শীর্ষ পদে আসীন করা সহ বিভিন্ন নেতাদের ফ্রন্টলাইনে আনার কারিগর বলা হয় তাকে। ২০১৮ সাল পর্যন্ত আড়ালে থেকে নারায়ণগঞ্জ বিএনপির বহু কলকাঠি নেড়েছেন তিনি। কিন্তু ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন পেয়েও সেই আসন দিয়ে দেয়া হয় মনির কাশেমীকে। এরপরেই দল থেকে সরে যান তিনি। 

বিএনপির ব্যবসায়ী এই নেতা আবারও সরব হয়ে উঠেছেন রাজনীতির মাঠে। তবে গুঞ্জন রয়েছে, ২০১৮ সালের পর দলের কার্যক্রম থেকে দূরে যাবার কারণে কেন্দ্র তার উপর কিছুটা নাখোশ।

কিন্তু স্থানীয় ভাবে নেতাকর্মীদের মামলা পরিচালনার ব্যয়, জেলের খরচ, আইনজীবী নিয়োগ, পরিবারগুলোকে সহায়তা চালিয়ে যাওয়ায় এখনও তার গ্রহণযোগ্যতা আছে ফতুল্লা অঞ্চলে। সেই সাথে ব্যবসায়ী নেতা হওয়ায় বহু বিএনপির নেতাকর্মীদের পরিবারকে চাকরি প্রদান করে আর্থিকভাবে স্বচ্ছল রাখার চেষ্টা করার কথা জানা গেছে। এসব কারণেই ফতুল্লার বড় একটি অংশের নেতাকর্মীরা এখনও তার প্রতি আস্থা রাখে।

শাহ আলমের অনুসারী এক বিএনপি নেতা বলেন, খুব দ্রুতই মাঠে নামবেন তিনি। চমক নিয়ে মাঠে নামার অপেক্ষায় আছে তার নেতাকর্মীরা। বর্তমানে তিনি তার মাঠ গুছিয়ে রাখছেন। ২০০৮ সালের নির্বাচনের পূর্বে যেমন চমকের মাধ্যমে এসেছিলেন, তেমনি এবারও চমক দিয়েই ফিরবেন মাঠে। 

সম্প্রতি তার পক্ষে বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা। তাকে দল বহিস্কারও করেছে।

তিনি বলেন, ‘গত নির্বাচনে আমাদের প্রার্থী শাহ আলমকে সরিয়ে মনির কাশেমীর মত অপরিচিত ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়। তারই প্রেক্ষিতে আমি বলার চেষ্টা করেছি এমন অপরিচিত কাউকে যেন আর মনোনয়ন না দেয়া হয়। তিনি আমাদের মত বিএনপি কর্মীদের জন্য নীরবে কাজ করেছেন এবং করে যাচ্ছেন। তাই তার পক্ষে আমরা থাকবো। আমরা বিশ্বাস করি নির্বাচনে প্রার্থীতার সিদ্ধান্ত এখনও চ‚ড়ান্ত হয়নি। সময় হলে সবকিছু পরিস্কার হয়ে যাবে।

Islam's Group