News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য পদে নাসির নির্বাচিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৯:৩৪ পিএম বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য পদে নাসির নির্বাচিত

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বন্দর প্রেসক্লাবের নির্বাহী সদস্য পদে উপনির্বাচনে মোঃ নাসির উদ্দিন বিজয়ী হয়েছেন। ৩১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে কার্যনির্বাহী পরিষদের সভায় গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আতাউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ। 

উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা জি এম মাসুদ, সরদার মোঃ আলীম, মো. কবির হোসেন, সহ-সভাপতি মামুন মিয়া ও দীন ইসলাম দীপু, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব ও সবুজ মাহমুদ, অর্থ সম্পাদক লতিফ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃশাহজামাল, দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম টুটুল এবং নির্বাহী সদস্য শহীদুজ্জামান ফিরোজ।

সভায় আগস্ট মাসে বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানের আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এবং গঠনতন্ত্র সংশোধনে পাচঁ সদস্য বিশিষ্ট উপ-পরিষদ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী দুই মাসের মধ্যে আগামী দিনের গঠনতন্ত্র সংশোধনের ব্যবস্থা গ্রহণে সিদ্ধান্ত নেয়া হয়।

Islam's Group