জেলা প্রশাসকের নির্দেশে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় সড়ক দখল করে বসানো ৪ টি ফলের দোকানের ভ্যানগাড়ি এবং অবৈধ স্ট্যান্ড থেকে জব্দকৃত ৮ টি সিএনজি ও ১টি বড়ো ব্যাটারীচালিত অটোরিকশাকে ডাম্পিংয়ে পাঠিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
৩১ জুলাই বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এসময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য, জেলা প্রশাসনের কর্মচারী ও নারাায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন জানান, শহরের প্রবেশমুখ হলো এই চাষাঢ়া গোলচত্বর। এখানে সড়কে ফলের দোকানসহ বিভিন্ন দোকান বসিয়ে ও অবৈধ স্ট্যান্ড গড়ে তুলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত অভিযানে ৪ টি ভ্যানগাড়ি এবংজব্দকৃত ৮ টি সিএনজি ও ১টি বড়ো ব্যাটারীচালিত অটোরিকশাকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য গত রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে শহর ও শহরতলীর যানজট নিরসনের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স। এছাড়াও মত বিনিময় সভায় যানজট নিরসনে জেলা প্রশাসকের কাছে সড়ক দখল করে বসানো দোকান ও যত্রতত্র অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :