News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

শিক্ষকদের সম্মান করতে হবে : রনি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ০৮:৩৬ পিএম শিক্ষকদের সম্মান করতে হবে : রনি

ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ে ‘জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগও আবশ্যক’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১ টায় ছেলে এবং মেয়েদের নিয়ে আলাদাভাবে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমান রনি। স্কুলের প্রধান মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক খন্দকার মো. ইউসুফ, সহকারি সিনিয়র শিক্ষক মো. আব্দুস সোবহান সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথি সহ সকলের উপস্থিতিতে বিতর্ক প্রতিযোগিতাটি বেশ জাকজমকপূর্ণ হয়ে উঠে। সেই সাথে ‘জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগও আবশ্যক’ শীর্ষক বিতর্কে পক্ষে এবং বিপক্ষ উভয়পক্ষই বেশ যৌক্তিক দাবীগুলো তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান রনি বলেন, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য স্কুল। এই স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন তিনি অনেক বিচক্ষণ মানুষ। আজকে যারা বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে আশা করি তারা ভবিষ্যতে আরও অনেকদূর এগিয়ে যাবে। আমি স্কুলের সভাপতি হিসেবে সবসময় সহযোগিতা করে যাবো।

তিনি আরও বলেন, পিতা-মাতাকে যেমন সম্মান করতে হবে। তেমনি শিক্ষকদেরও সম্মান করতে হবে। যারা শিক্ষকদের সম্মান করে না তারা ভালো শিক্ষার্থী হতে পারে না। মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না।

Islam's Group