বির্তক যেন পিছু ছাড়ছে না নারায়ণগঞ্জ-৫ আসন থেকে প্রার্থী ঘোষণা করা মাসুদুজ্জামান মাসুদের। মহানগর বিএনপির ব্যানারে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভার নামে নিজ নির্বাচনী সভা করে আবারো নতুন বির্তকের জন্ম দিয়েছেন। অনুষ্ঠানের ব্যানারে আয়োজনে মহানগর বিএনপির নাম ব্যবহার করা হলেও মঞ্চে ছিলেন না মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবদের কেউ। তিন বছর পূর্বে ঘোষিত হওয়া কমিটি থেকে স্বেচ্ছায় যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করা আব্দুস সবুর খান সেন্টুকে করা হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি। যে সেন্টু কিছুদিন পূর্বে সমালোচিত জাকির খানের হাত ধরে নারায়ণগঞ্জের বিএনপির রাজনীতি এগিয়ে যাবে বলে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছিলেন। প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি গোলাম মোস্তফা সাগর। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।
বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা বলা হলেও এটি মূলত মাসুদুজ্জামানের পক্ষে নির্বাচনী সভা।
মাসুদুজ্জামান মাসুদের পক্ষে মনির হোসেন সরদার প্রেরিত এক প্রেস বিবৃতিতে মাসুদুজ্জামান মাসুদ পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মহানগর বিএনপির ব্যানারে আয়োজিত এই সভা নিয়ে ভিন্নমত দিয়েছেন মহানগর বিএনপির শীর্ষ দুই নেতা। তারা জানিয়েছেন এই আলোচনা সভা সম্পর্কে তারা অবগত ছিলেন না। মহানগর বিএনপির নাম ব্যবহার করার ক্ষমতা কমিটি ব্যতিত অন্য কারো নেই। দলে বিভাজন তৈরি করতেই এমনটা করছেন কেউ কেউ।
এ ব্যাপারে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর সাথে যোগাযোগ করা হলে নিউজ নারায়ণগঞ্জকে তিনি জানান, মহানগর বিএনপির
ব্যানারে যে প্রোগ্রাম করা হয়েছে মহানগরের আহ্বায়ক হিসেবে আমি সেটা অবগত নই। এ বিষয়ে আর কোন মন্তব্য করবো না।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, মহানগর বিএনপি ছাড়া মহানগর বিএনপির নাম ব্যবহার করার ক্ষমতা কেউ রাখে না। সেখানে মহানগর বিএনপির উদ্যোগে যদি সেটা করে তাহলে সে ফ্যাসিস্টের দোসর। দলকে দ্বিধাবিভক্ত করার জন্য এটা করতেছে। যারাই এটা করে থাকে। মহানগরের আহ্বায়ক, সদস্য ব্যতিত যারা মহানগর বিএনপির নাম ব্যবহার করে যারাই করে তারা আওয়ামী লীগের দোসর। বিগত আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা আছে কিনা সেটা দেখার বিষয়। তারা কার অনুমতিতে সেখানে মহানগর বিএনপির নাম ব্যবহার করলো। এটা তো তারা ১২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগেও তারা করতে পারেনা।








































আপনার মতামত লিখুন :